Topic: মাত্র ভূমিকম্প হল!(১১:২৫-১১:৩০ মিনিটের মধ্যে)

মাত্র ভূমিকম্প হল!(১১:২৫-১১:৩০ মিনিটের মধ্যে)
আমার জীবনে দেখা সবচেয়ে স্ট্রংগেস্ট ভূমিকম্প অনুভূত হল!
এমন জোরে কাঁপাচ্ছিল আমার কম্পিউটারের মনিটর, চেয়ার এবং আমি প্রচণ্ডভাবে কাঁপছিলাম!
তাছাড়া এবার প্রায় ১ মিনিট কিংবা তারও বেশী সময় ধরে হয়েছে!
খুবই ভয় পেয়েছি! ভয়ে সবাই সিড়ির নীচে চলে আসি (এই জায়গাটা বাড়ির সবচেয়ে স্ট্রং)
আল্লাহর কাছে হাজার শোকরিয়া তেমন কোন ক্ষতি হয় নি!

কোন সূত্র আমি পাই নি! সম্পূর্ণ নিজে এবং পরিবারের সবাই অনুভর করেছি। ফ্রেন্ডও কনফার্ম করেছে ওদের ওখানেও হয়েছে!

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: মাত্র ভূমিকম্প হল!(১১:২৫-১১:৩০ মিনিটের মধ্যে)

আমার তো একি অবস্থা। ভয় পাইছি! কী করতে হবে মাথায় ই ঢুকতে ছিল না!  :অবাক:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মাত্র ভূমিকম্প হল!(১১:২৫-১১:৩০ মিনিটের মধ্যে)

be careful, sabdhane thakio...

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: মাত্র ভূমিকম্প হল!(১১:২৫-১১:৩০ মিনিটের মধ্যে)

আমাদের এখানে হয়নি। বুঝতে ও পারিনি। যাইহোক সাবধানে থেকো সবসময়।