Topic: তবে কি ছবির গল্প চুরি করেছেন করণ জোহর!
আবারো ছবির গল্প চুরির অভিযোগে অভিযুক্ত হলেন খ্যাতনামা বলিউড পরিচালক প্রযোজক করণ জোহর। এবার করণ নাকি তার নয়া ছবি ‘শর্ট টার্ম শাদি’ কাহিনী হলিউডের ক্যাথরিন ডিয়াজ আর অ্যাস্টন কুচারের ‘হোয়াট হ্যাপেনস ইন ভেগাস’ ছবির গল্প থেকে চুরি করে নিজের নাম বসিয়েছেন। শুধু তাই নয়, সম্প্রতি করণের মুক্তি পাওয়া ছবি ‘উই আর ফ্যামিলি’ বেশ পুরনো বলিউড ছবি ‘স্টেপমম’ থেকে নেয়া হয়েছে বলেই জানা গেছে। আর এই ছবির কাহিনী চুরির অভিযোগে করণকে এর জবাবদিহিও করতে হয়েছে। আর এই কারণেই হয়তো ‘উই আর ফ্যামিলি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ভারতের ট্যবলয়েড পত্রিকার খবর এটি।জানা গেছে, ‘শর্ট টার্ম শাদি’ ছবির কাজ শুরুর আগেই পুরো মিডিয়াপাড়ায় বির্তকের ঝড় উঠেছে। এমন গুঞ্জণ যখন পুরোমিডিয়াপাড়ায় তখন মুখ খুললেন করণ। বললেন, আমি মোটেও চোর নই। চুরি তো নয় কপিও নয়। শ্রেফ মৌলিক গল্প থেকেই আমি নতুন ছবি ‘শর্ট টার্ম শাদি’র প্রযোজনায় নেমেছি। নতুন পরিচালক শাকুন বাতরার নিজেরই লেখা কাহিনী এটা। এবং শুধু তাই নয়, শাকুনই ছবিটার পরিচালনা করবে। আপনার ‘উই আর ফ্যামিলি’ ছবির কাহিনী নাকি চুরি করা? এমন প্রশ্নরে জবাবে করন বললেন, হ্যাঁ ওটা স্টেপমমেরই একটা কপি তবে আমি ভেবেছিলাম মানুষ বুঝি স্টেপমম ছবিটার কথা ভুলে গেছে। শুধু তাই নয়, করণ তার ‘শর্ট টার্ম শাদি’র ছবিটার জন্য কারিনার আবারো জিরোফিগার ফিরে চাইছেন। ছবির নায়িকা কারিনা নাকি তাতে আবার ঠোঁট বেঁকিয়েছেন খানিকটা। কেউ কেউ তো বলছেন, কারিনার জিরোফিগার নয়, করণ চান একটু আধটু গত্তি লাগা চেহারাই ভারতীয় দর্শকদের পছন্দ। জিরোফিগারের কারিনাকে তেমন পছন্দ করেন না কেউ। এতসব সমস্যা পেরিয়ে করণে শর্ট টার্ম শাদি কতদূর এগিয়ে যায় এটি এখন অপেক্ষা সাপেক্ষই বটে!
সুত্র: দিনের শেষে