Topic: ভিন্ন খবর : সবচেয়ে ক্ষুদ্র মানুষ কলম্বিয়ার নিনায়ো

http://www.chobimohol.com/image-3221_4C85B8AA.jpg

কলম্বিয়ান তরুণ এডওয়ার্ড নিনায়ো হারনেন্দেজ (২৪) এখন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মানুষ। তার প্রিয় স্থানীয় রেগেই নাচ। স্বপ্ন দেখে একটি কার মালিক হবার। তার পৃথিবী ভ্রমণেরও খুব শখ। প্রিয় ব্যক্তিত্বের তালিকায় আছেন জ্যাকি চেন, সিলভেস্টার স্ট্যালন এবং কলাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যালভারো উরাইব।
তার উচ্চতা ২৭ ইঞ্চি বা ৭০ সেমি। ওজন ১০ কেজি। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অফিসিয়ালি তাকে পৃথিবীতে জীবিত সবচেয়ে ক্ষুদ্র মানুষ হিসেবে ঘোষণা করেছে। এ খর্বকায় মানুষটি বসবাস করেন কলাম্বিয়ার দারিদ্র্যপীড়িত জেলা দক্ষিণ বগোতার বোসা’তে একটি জরাজীর্ণ অ্যাপার্টমেন্টে। নিনায়োর মা নওমি হার্নেন্দেজ জানান, তার জীবিত পাঁচ সন্তানের মধ্যে বড় এ সন্তানের বৃদ্ধি থেমে গেছে যখন তার বয়স দুই বছর।
এর আগে এ খেতাবটি ছিল চীনা অধিবাসী হি পিংপিং-এর দখলে। তার উচ্চতা ছিল নিনায়োর চেয়ে ১.৫ ইঞ্চি বা ৪ সেমি বেশি। তিনি মারা যান চলতি বছর ১৩ মার্চ। এরপরই গিনেসের লোকজন নিনোকে আবিষ্কার করে।
এদিকে নেপালের খগেন্দ্র থাপা মাগার চলতি বছরের শেষের দিকে এ খেতাব ছিনিয়ে নেয়ার সম্ভাবনা আছে। আগামী ১৪ অক্টোবর তার বয়স হবে ১৮ বছর। তার উচ্চতাও ২২ ইঞ্চি বা ৫৬ সে.মি.। বর্তমানে গিনেস বুকে খর্বতম টিন হিসেবে তার নাম অন্তর্ভুক্ত আছে।
নিনায়োর মা বলছেন, জন্মের সময় নিনায়োর ওজন ছিল মাত্র দেড় কেজি। আর দৈর্ঘ্য ১৫ ইঞ্চি। তিনি জানান, তার তিন বছর বয়স পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটির ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছিল। এখন আগ্রহ হারিয়ে ফেলেছে।
এ শারীরিক সমস্যার জন্য কোনো দুঃখ নেই নিনায়োর। অবশ্য তার চোখে কিছু জটিল সমস্যা আছে। এ সমস্যার কারণে সে পড়তে পারে না, সবকিছু ঘোলাটে দেখে। এ জন্য তার জরুরি অপারেশনের প্রয়োজন। আর অত্যধিক খাটো ও মোটা আঙ্ুলের কারণে লিখতে খুব কষ্ট হয়।
গিনেস বুকের ২০১১ সালের সংস্করণটি প্রকাশ করার কথা আছে এ বছরের ১৫ সেপ্টেম্বর।
নিনায়োর রোজগারও কম না। একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে নেচে কিছু নগদ টাকা পেয়েছে সে। এমন কি বর্তমানে একটি সিনেমায় অভিনয়ও করছে নিনায়ো।

সুত্র: আমার দেশ

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।