Topic: পার্ট ফাইল জোড়া লাগানো
Mediafire বা rapidshare থেকে মুভি নামানোর সময় অনেক সময় ই দেখতে পাবেন ফাইল গুলো পার্ট আকারে থাকে। পার্ট ফাইল গুলোর এক্সটেন্শন .001, .002 এবং .003 আকারে থাকে। পার্ট আকারে থাকার সুবিধা হচ্ছে পার্ট আকারে ডাউনলোড কিংবা আপলোড করা সহজ। আর mediafire 99এমবি এর উপরে ফ্রী আপলোড করতে দেই না।
এসব র্পাট ফাইল গুলোকে জোড়া লাগাতে আমরা ব্যবহার করতে পারি HJSPLIT নামক SOFTWARE টি। এটির সাহায্যে আপনি যেকোন ফাইল কে ছোট ভাগে ভাগও করতে পারেন। এই ফাইল টি বিনামূল্যে পাবেন।
পার্ট করতে চাইলে:
Split লেখাতে ক্লিক করুন।
ইনপুট এ যে ফাইল তে পার্ট করতে চান সেটা দিন, আউটপুট এ যেখানে পেতে চান সেটা সিলেক্ট করুন। size থেকে MB সিলেক্ট করে কত মেগার পার্ট করতে চান তার সংখ্যা দিন। যেমন 99 মেগাবাইট
তারপর স্টার্ট দিন। আপনার ফাইল টি পার্ট হয়ে যাবে।
পার্ট ফাইল জোড়া লাগাতে:
প্রথম সব পার্ট ফাইল গুলো এক ফোল্ডার এ ভরুন, যেমন আমার কাছে। হোম অ্যালোন মুভি টি পার্ট আকারে ডাউনলোড করেছি। তাহলে হোম অ্যালোন এর যতগুলো পার্ট আছে সব গুলো এক ফোল্ডার এ ঢুকাতে হবে।
home alone।.০০১
home alone।.০০2
home alone।.০০3
home alone।.০০4
home alone।.০০5
home alone।.০০6
home alone।.০০7
এরপর
HJSPLIT এর জয়েন এ ক্লিক করে ইনপুট ফাইল এ শুধু home alone .001 ফাইল অর্থাত্ প্রথম ফাইল টা দেখিয়ে দিলেই আউটপুট ফোল্ডার এ সে সব পার্ট file গুলো একসাথে জোড়া লাগিয়ে দেখাবে।