Topic: পার্ট ফাইল জোড়া লাগানো

Mediafire বা rapidshare থেকে মুভি নামানোর সময় অনেক সময় ই দেখতে পাবেন ফাইল গুলো পার্ট আকারে থাকে। পার্ট ফাইল গুলোর এক্সটেন্শন .001, .002 এবং .003 আকারে থাকে। পার্ট আকারে থাকার সুবিধা হচ্ছে পার্ট আকারে ডাউনলোড কিংবা আপলোড করা সহজ। আর mediafire 99এমবি এর উপরে ফ্রী আপলোড করতে দেই না।     

এসব র্পাট ফাইল গুলোকে জোড়া লাগাতে আমরা ব্যবহার করতে পারি HJSPLIT নামক SOFTWARE টি। এটির সাহায্যে আপনি যেকোন ফাইল কে ছোট ভাগে ভাগও করতে পারেন। এই ফাইল টি বিনামূল্যে পাবেন।

http://my.jetscreenshot.com/2862/m_20100906-sefj-144kb.jpg

এখানে

পার্ট করতে চাইলে:
Split লেখাতে ক্লিক করুন।
ইনপুট এ যে ফাইল তে পার্ট করতে চান সেটা দিন, আউটপুট এ যেখানে পেতে চান সেটা সিলেক্ট করুন। size থেকে MB সিলেক্ট করে কত মেগার পার্ট করতে চান তার সংখ্যা দিন। যেমন 99 মেগাবাইট
তারপর স্টার্ট দিন। আপনার ফাইল টি পার্ট হয়ে যাবে।

http://www.chobimohol.com/image-A6DF_4C849960.jpg
http://www.chobimohol.com/image-B86C_4C849960.jpg



পার্ট  ফাইল জোড়া লাগাতে:

প্রথম সব পার্ট ফাইল গুলো এক ফোল্ডার এ ভরুন, যেমন আমার কাছে। হোম অ্যালোন মুভি টি পার্ট আকারে ডাউনলোড করেছি। তাহলে হোম অ্যালোন এর যতগুলো পার্ট আছে সব গুলো এক ফোল্ডার এ ঢুকাতে হবে।

home alone।.০০১
home alone।.০০2
home alone।.০০3
home alone।.০০4
home alone।.০০5
home alone।.০০6
home alone।.০০7

এরপর http://my.jetscreenshot.com/2862/m_20100906-jbul-47kb.jpg
HJSPLIT এর জয়েন এ ক্লিক করে ইনপুট ফাইল এ শুধু home alone .001 ফাইল অর্থাত্ প্রথম ফাইল টা দেখিয়ে দিলেই আউটপুট ফোল্ডার এ সে সব পার্ট file গুলো একসাথে জোড়া লাগিয়ে দেখাবে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

এই টা দিয়ে কী যেকোনো ফাইল জোড়া দেয়া যায়? যেমন একটা dvd movie এর 2 পার্ট জোড়া দেয়া যায় কী?
shame on you

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

কখনো ট্রাই করি নি। মনে হই তা করা যাবে না, তবে পার্ট এক্সটেন্শন .001 .002 জোর লাগানো যাবে। সেক্ষেত্রে হ্যাশ মিলতে হবে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

fahim49 wrote:

ই টা দিয়ে কী যেকোনো ফাইল জোড়া দেয়া যায়? যেমন একটা dvd movie এর 2 পার্ট জোড়া দেয়া যায় কী?

নাহ,যায় না।এর জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন তা হলো-Join Vob Files,এটা দিয়ে ৭-৮ টা ফাইলও জোড়া দেওয়া যায়।
ডাউনলোড লিঙ্কঃ- এখান থেকে

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

ডাউনলোড করলাম কিন্তু JOIN দেওয়ার পর কোনও কাজ করছে না। :[[  :[[

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

youtube এর video ডাউনলোড কিভাবে করব??????

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

ইউ টিউব এর ভিডিও তো আইডিএম দিয়েই ডাউনলোড করা যাই। Sothink ইউটিউব ডাউনলোডার ইউজ করতে পার।
ডাউনলোড লিঙ্ক:
http://www.sothinkmedia.com/web-video-d … -wvdff.htm

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

IDM দিয়ে কিভাবে download করব? procedure টা screenshot সহ দিলে উপকার হয় প্লীজ।

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: পার্ট ফাইল জোড়া লাগানো

ফোরাম ঘুরলেই পেয়ে যেতে: লিঙ্ক নাও

http://www.rmcforum.com/viewtopic.php?pid=2000#p2000

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১০

Re: পার্ট ফাইল জোড়া লাগানো

osonkho dhonnobad...



Re: পার্ট ফাইল জোড়া লাগানো

maruf002 wrote:

jora laganor por o kono kaj korsena

Criteria সমূহ :
1) এক্সটেন্শন .001 , .002 , .003 . . . হতে হবে
2) সব ফাইল গুলো এক ফোল্ডার এ থাকতে হবে
3) পুরা ফাইল একবারে হর লাগাতে হবে (৭ টা পার্ট হলে, ৩ টা পার্ট জোর লাগবে না, ৭ টাই একবারে করতে হবে)

কোথাকার ফাইল একটু বলেন তো?  nerd

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১২

Re: পার্ট ফাইল জোড়া লাগানো

ji dhonnobad...at last it worked!thank you



Re: পার্ট ফাইল জোড়া লাগানো

maruf002 wrote:

ji dhonnobad...at last it worked!thank you

Post টা কাজে লেগেছে জেনে খুশি হলাম!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


১৪

Re: পার্ট ফাইল জোড়া লাগানো

sawontheboss4 wrote:
maruf002 wrote:

ji dhonnobad...at last it worked!thank you

Post টা কাজে লেগেছে জেনে খুশি হলাম!


খুশি হয়েছেন জেনে সুখিত হলাম!



Re: পার্ট ফাইল জোড়া লাগানো

খাইছে রে....সবাই দেখছি পাল্লা দিয়ে সুখী-আর খুশি হতে চায়।  ;q   ;q

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg