Topic: ওয়েবে ভ্রমণ তথ্য

ঈদের ছুটিতে বেড়ানোর সুযোগ মেলে অনেকের। কোথাও যাওয়ার আগে নিচের ওয়েবসাইটগুলো থেকে অনেক তথ্য আগেভাগেই জেনে নেওয়া যাবে।

www.discoverybangladesh.com
সাইটটিতে মিলবে বিভিন্ন জায়গার ছবি, যাতায়াতের বিস্তারিত, হোটেলের ঠিকানাসহ বেশ কিছু তথ্য। সাইটটির প্রথমেই ব্যানারের বাম পাশে রয়েছে বিভাগ অনুযায়ী বিভিন্ন জায়গার বর্ণনা। যে বিভাগে ভ্রমণ করতে চান সেই বিভাগের নামের ওপর ক্লিক করুন। সেই বিভাগের দর্শনীয় জায়গাগুলোর নাম জানা যাবে।

www.parjatan.gov.bd
এটি বাংলাদেশ সরকারের পর্যটন করপোরেশনের ওয়েবসাইট। দেশের বিভিন্ন স্থানের বর্ণনাসহ ভ্রমণের অনেক তথ্য মিলবে সাইটটিতে। বর্ণনার সঙ্গে সঙ্গে প্রতিটি লোকেশনের ছবিও এখানে পাওয়া যাবে।

www.discovercoxsbazar.com
শুধু কক্সবাজার ভ্রমণসংক্রান্ত তথ্যই মিলবে সাইটটিতে। এখানে কক্সবাজারের দর্শনীয় স্থান, ভৌগোলিক অবস্থান, ছবি ও খাবারের বিস্তারিত মিলবে। একই সঙ্গে কক্সবাজার ভ্রমণের বেশ কিছু টিপসও রয়েছে সাইটটিতে।

www.sundarbantours.com
সাইটটিতে সুন্দরবন ভ্রমণসংক্রান্ত তথ্য মিলবে। এখানে Trvel Arround, How to go এবং Gallery-সহ বেশ কিছু বিভাগ রয়েছে। How to go বিভাগে সুন্দরবন যাওয়ার বেশ কিছু তথ্য মিলবে।

www.greenbangladeshtours.com
বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর বিবরণসমৃদ্ধ এ সাইটটিতে চড়ঢ়ঁষধৎ ঞড়ঁৎং বিভাগ থেকে আপনার কাঙ্ক্ষিত স্থান নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য ও ছবি সংগ্রহ করতে পারেন। এখানে Popular Tours, Historical Sight seeing Tour, Dhaka City Tour, Mangrove Forest Tour, Hill Forest Tour, Adventure tour-সহ বেশ কয়েকটি বিভাগ রয়েছে।

www.transportbd.com
বাংলাদেশের যেকোনো স্থানে যাওয়ার উপায় এবং ভাড়ার বিস্তারিত মিলবে এ সাইটটিতে। সাইটটির মধ্যে বাম পাশে Find Transport বিভাগে সার্চ ইঞ্জিনের মতো বিভিন্ন জায়গা সার্চ করার সুযোগ রয়েছে। এখানে বাস, ট্রেন ও লঞ্চের ভাড়া এবং যাতায়াতের বিস্তারিতই শুধু পাওয়া যাবে। যে পরিবহনের মাধ্যমে যেতে চান সেখানে ক্লিক করে ঋৎড়স বক্সে আপনার বর্তমান অবস্থান এবং ঞড় বক্সে যেখানে যেতে চান তা লিখুন। এবার ঝবধৎপয ক্লিক করলেই পেয়ে যাবেন সব তথ্য।

নিচের সাইট থেকে আরো পাওয়া যাবে
সিলেট ভ্রমণ_www.sylhet.org, www.dcsylhet.gov.bd
চট্টগ্রাম ভ্রমণ_www.travelctg.com, www.dcchittagong.gov.bd
রাঙামাটি- www.dcrangamati.gov.bd
নাটোর দীঘাপতিয়া রাজবাড়ী-www.dcnatore.gov.bd
সাগরদাড়ি, যশোর (মাইকেল মধুসূদনের বাড়ি)_www.jessore.info,
www.dcjessore.gov.bd

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: ওয়েবে ভ্রমণ তথ্য

দারুন কিছু ওয়েবসাইট এর ঠিকানা দেবার জন্য ধন্যবাদ।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।