Topic: দূর থেকে ফেইসবুকে লগ-আউট সুবিধা
ফেইসবুকে যুক্ত হচ্ছে দূর থেকে অ্যাকাউন্ট লগ-আউট করার সুবিধা। এ সুবিধার মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীরা ফেইসবুকে লগ-ইন করার পর তা লগ-আউট করতে ভুলে গেলেও যেকোনো স্থান থেকে কম্পিউটার ব্যবহার করে ফেইসবুকের অ্যাকাউন্ট থেকে লগ-আউট করার সুযোগ পাবেন। ফেইসবুকের 'অ্যাকাউন্ট সেটিংস'-এর 'অ্যাকাউন্ট সিকিউরিটি' অপশন থেকে এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। একসঙ্গে কতগুলো এবং কোন কম্পিউটার থেকে ফেইসবুকে লগ-ইন করা রয়েছে, তা দেখার পাশাপাশি লগ-আউটও করতে পারবেন তারা। আপাতত এটি পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে চালু করা হলেও অল্প কিছু দিনের মধ্যে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে। ফেইসবুক জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে। অনেক ব্যবহারকারী জরুরি প্রয়োজনে অন্যের কম্পিউটারে ফেইসবুকে লগ-ইন করলেও ব্যস্ততার কারণে লগ-আউট করতে ভুলে যান। ফলে যে কেউ ওই অ্যাকাউন্টে ঢুকে স্পর্শকাতর তথ্য দেখে ফেলতে ও পরিবর্তন করতে পারে। শুধু তা-ই নয়, অ্যাকাউন্টে যেকোনো আপত্তিকর তথ্যও প্রকাশ করতে পারে, যা ব্যবহারকারীর জন্য বিব্রতকর।
আল-আমিন কবির, সূত্র : ইন্টারনেট
Medical Guideline Books