Topic: অনস্ক্রিন কিবোর্ড চালু
অনেক সময় কিবোর্ড ঠিকভাবে কাজ করে না। আবার কখনো নষ্টও হয়ে যায়। আর সেই কারণে কম্পিউটারে পর্দায় ব্যবহার করতে পারেন অনস্ক্রিন কিবোর্ড। অনস্ক্রিন কিবোর্ড মূলত দুইভাবে চালু করা যায়। অনস্ক্রিন চালু করতে স্টার্ট ম্যানুতে ক্লিক করে রান চালু করুন। তারপর osk লিখে ok করলেই অনস্ক্রিন কিবোর্ড চালু হয়ে যাবে। এবার ওয়ার্ড ফাইল খুলে অনস্ক্রিন কিবোর্ডের সাহায্যে ওয়ার্ড কম্পোজ করা যাবে। এ ছাড়া মাই কম্পিউটার থেকে C:/Windows/System32 ফোল্ডারটি খুলে osk ফাইলটিতে ডাবল ক্লিক করে অনস্ক্রিন কিবোর্ড চালু করা সম্ভব।
Medical Guideline Books