Topic: এল 'ক্রোম সিক্স'
গুগলের ইন্টারনেট ব্রাউজার 'ক্রোমে'র নতুন সংস্করণ 'ক্রোম সিক্স' বাজারে এসেছে। ব্রাউজারটির দুবছর পূর্তির দিনে নতুন এ সংস্করণটি বাজারে আনল গুগল কর্তৃপক্ষ। গুগল ক্রোমের পণ্য ব্যবস্থাপক ব্রায়ান রাকোস্কি বলেন, 'দুই বছরে ক্রোমে ব্রাউজারের অনেক উন্নয়ন করা হয়েছে। নতুন সংস্করণে থিমস পরিবর্তন সুবিধা, স্লাইড বাই স্লাইড ভিউ, পাসওয়ার্ড ম্যানেজার, উন্নত নিরাপত্তাব্যবস্থা, বিল্ট ইন ফ্লাশ প্লেয়ার, অটোফিল, স্বয়ংক্রিয় অনুবাদ, এইচটিএমএল ফাইভ, তথ্য সিনক্রোনাইজেশনসহ নানা সুবিধা রয়েছে।' www.google.com/chrome ঠিকানা থেকে ব্রাউজারটির হালনাগাদ সংস্করণ বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট
Medical Guideline Books