Topic: এবার মনে হয় হাসাতে পেরেছি .....হি হি হি ?
১ )
শিক্ষকঃ রফিক এবারো কিন্তু কাসে ফার্স্ট হওয়া চাই।
রফিকঃ দোয়া করবেন স্যার, আরেকটা কথা, প্রশ্নপত্র বাবার প্রেসেই দিচ্ছেন তো স্যার এবারো?
শিক্ষকঃ সে কি! তোমার বাবা তোমাকে প্রশ্ন পত্র দেখান নাকি?
রফিকঃ না না স্যার, তবে বাবার চোখের সমস্যার কারনে প্রুফটা দেখে দেই কিনা!
২ )
ডাক্তার আর নার্সের মধ্যে প্রেম চলছে। দুর্ভাগ্যবশতঃ নার্স একদিন গর্ভবতী হয়ে যায়। দুঃচিন্তার কারণ। তো ডাক্তার আর নার্স মিলে পরামর্শ করল প্রসবের পর বাচ্চাটা তারা কোন এক নির্বোধ রোগীর কাছে গছিয়ে দেবে। যথাসময়ে হাসপাতালে ভর্তি হল লোকাল চার্চের একজন প্রিচার তার অ্যাপেন্ডিসাইটিসের অপারেইশনের জন্য। জ্ঞান ফেরার পর প্রিচার দেখল তার পাশে ফুঁটফুঁটে এক নবজাতক। হতভম্ব প্রিচারের প্রশ্ন, “ডাক্তার এইটা কি?” ডাক্তার বললো, “ফাদার আসলে এটা ঈশ্বরের এক মোজেযা, আপনি যা অ্যাপেন্ডিসাইটিস ভাবছিলেন সেটা আসলে তা নয়, অপারেশনের পর আপনার গর্ভে আমরা এই শিশুটি পাই।” প্রিচার আর কি করবে, ছেলে নিয়ে বাড়ী ফেরত আসল এবং ছেলে লালন-পালন করতে লাগলো।
ছেলের বয়স ১৮ হলে পরে প্রিচার সিদ্ধান্ত নিল এবার ছেলেকে সবকিছু খুলে বলার। ছেলেকে ডেকে সে বললো, “সনি, তুমি যে আমাকে বাবা ডাক আসলে কিন্তু আমি তোমার বাবা নই-আমি তোমার মা
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে