Topic: google এ বাংলা ?
google-এ বাংলা তে সার্চ করলে wikipedia তে বাংলাতে খুব বেশি ততথো পাওয়া যায়না , যেমন আমি 'বাংলাদেশের আর্সেনিক সমসসা ' লিখে google এ লিখে সার্চ দিলাম। বলতে গেলে যা পেলাম টা খুবই নগন্য। কিন্তু english এ arsenic problem of bangladesh লিখে সার্চ দিলাম ,আগের তুলনায় 100 গুণ পেলাম। হায়রে বাঙালি !
কার কাছে বা কার কী জানা আছে বাংলাতে কিভাবে গুগল-এ সার্চ দিলে অনেক ততথো বাংলায় পাব।
Medical Guideline Books