Topic: সুস্থ আজম খান ঢাকায়
সিঙ্গাপুরে ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আজম খান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর মুখে সফল অস্ত্রোপচার করা হয়। গতকাল রাত সাড়ে ১০টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছান। সেখানে শিল্পীর দুই মেয়েসহ ভক্ত ও স্বজনরা তাঁকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে বেরিয়ে লাউঞ্জে আসামাত্রই আজম খানকে ঘিরে ধরেন তাঁর ভক্ত-অনুরাগীরা। জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব এগিয়ে গিয়ে সালাম করলেন পায়ে হাত দিয়ে। আজম খান দেশে ফিরছেন_এ সংবাদ পেয়ে রাতে অনেকেই উপস্থিত হন বিমানবন্দরে। তাঁদের হাতে ছিল ফুল। ভক্ত-স্বজনের ভালোবাসায় সিক্ত মুক্তিযোদ্ধা ও শিল্পী আজম খান বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। দ্বিতীয় পর্যায়ে চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে যেতে হবে। তিনি জানান, ঈদের পর সিঙ্গাপুর যাবেন। সেখানে চিকিৎসা করাতে আরো প্রায় ২৬ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানান তাঁর মেয়ে ইমা খান। মুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আজম খানকে গত ১৪ জুলাই চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি বিমানে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ২১ জুলাই সফলভাবে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। ইমা খান বলেন, 'বাবা এখন প্রায় সুস্থ। তিনি থেরাপি নিতে ১০ সেপ্টেম্বর আবার সিঙ্গাপুরে যাবেন। সেখানে ১৩ সেপ্টেম্বর থেকে তাঁকে থেরাপি দেওয়া শুরু হবে।'
সুত্র: কালের কণ্ঠ