Topic: ফেসবুকের বান্ধবীর সাথে অভিমান করে রাজধানীতে ছাত্রের আত্মহত্যা
ফেসবুকের বান্ধবীর সাথে অভিমান করে রাজধানীর ধানমন্ডিতে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রাহিম ইবনে হাশেম (২০)। সে এ লেভেলের শিক্ষার্থী ছিল। গত শুক্রবার গভীর রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান জানিয়েছেন, গত শুক্রবার রাত ৮টার দিকে রাহিম তাদের ভাড়া বাসা ধানমন্ডির ৯ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় তার বেড রুমের সাথে সংযুক্ত বাথরুমের ঝর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাথরুমের ছিটকানি ভেঙে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন নিহতের পিতা আব্দুল হাশেম। পরে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, রাহিম তার ফেসবুকের বান্ধবীর সাথে যে কোন বিষয় নিয়ে চরম অভিমান করে এ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।
সূত্র : দৈনিক করতোআ