Topic: বাংলা এসএমএস (Bangla Sms)

তোমার জন্য
চাও যদি নদী দেবো সাগরের জল, অবিরাম বৃষ্টি, উত্তাল ঝড়। চাও যদি কুয়াশা দেবো বরফের ঢল, কনকনে শীত। তোমার মনে ইচ্ছা হলে এনে দিবো সব।

যদি বন্ধু ভাবো
আমার যতো সুখ দিয়ে দেবো তোমায়, একবার যদি বন্ধুভাবো আমায়। ভুলে যাবো সব দুঃখ, যদি রাখো আমায়। হারিয়ে যাও যদি অন্ধকারে, খুঁজে নিবো তোমায় অনুভবে।

বিশ্বাস
আমার বিশ্বাস- ভালো এবং সুন্দর মন থাকলে অবশ্যই ভালো বন্ধু পাওয়া যায়।

পাশে আছি
যখন সুখগুলো আড়াল হবে, কাছের মানুষ পর হবে, কষ্টগুলো পিছু নিবে, চাঁদের আলো নিভে যাবে, স্বপ্নগুলো ভেঙে যাবে, তখন হাত বাড়িয়ে বলবো- পাশে আছি বন্ধু ।

এসএমএস গুলো দিনের শেষে পত্রিকা থেকে সংগৃহীত।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বাংলা এসএমএস (Bangla Sms)

এসএমএস গুলো জটিল যাকে দিবে সে তো আকাশে উড়বে। =D



Re: বাংলা এসএমএস (Bangla Sms)

নাম্বার দাও, তোমাকেই পাঠাই!  :n_n

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।