Topic: চেলসির আজ বিয়ে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটনের আজ (শনিবার) বিয়ে। বাড়িময় রমরমা অবস্থা। ডেকোরেটরের লোকজন ইতিমধ্যেই হাডসন নদীর পাড়ে বিশাল এক তাঁবু তৈরি করেছেন। প্রায় ৫শ অতিথি যোগ দেবেন বিয়ের অনুষ্ঠানে। আমেরিকান মিডিয়ার মতে বিয়ের অনুষ্ঠানটি হবে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে জাঁকজমক অনুষ্ঠান। জানা গেছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তাই এখনো জানা যাচ্ছে না কারা এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বা বরযাত্রীর সংখ্যাই কত। এমনকি প্রেসিডেন্ট ওবামা ঐ অনুষ্ঠানে অতিথি হিসাবে আসবেন কিনা তাও নিশ্চিত নয়। খাবারের মেনু সম্পর্কেও নিশ্চিত করে কিছুই জানা যাচ্ছে না। নিউইয়র্কের একটি ছোট শহরের বিলাসবহুল অ্যাস্টর কোর্টস-এ বিয়ের আয়োজনে কনের পোশাকের ডিজাইনারের নামটিও রাখা হয়েছে গোপন।
-ডয়চে ভেলে