Topic: উদ্ধার করুন পাইরেটেড হয়ে যাওয়া উইনডোজ 7 কে

আমাদের দেশে এখন যারা উইনডোজ চালায় খোজ নিলে দেখা যাই তাদের মধ্যে 99.99 % ই পাইরেটেড। পাইরেটেড উইনডোজ বলতে টাকা দিয়ে না কেনা উইনডোজ কে বোঝাচ্ছি।

উইনডোজ ইন্সটল করার পর উইনডোজ কে অ্যাক্টিভেট করার সফট ডাউনলোড করুন

এখান থেকে

CW টি জিপ ফাইল থেকে আনজিপ করে অ্যাপ্লাই দিন।
এ কাজ টি উইনডোজ ইন্সটল করার সাথে সাথে করা উচিত। কেননা কোনো অ্যান্টিভাইরাস ইন্সটল করা থাকলে কাজ টি করে সম্ভব হবে না।
CW ঠিক মত অ্যাক্টিভেট করতে পারলে My Computer এর properties এ দেখতে পাবেন এরকম।
http://my.jetscreenshot.com/2862/m_20100818-opal-34kb.jpg
CW দিয়ে অ্যাক্টিভেট করলে উইনডোজ আপডেট এর (KB971033) টি থেকে টিক উঠান থাকে। কিন্তু কেও যদি পণ্ডিতি করে আপডেট করে ফেলে তাহলেই পাইরেটেড উইনডোজ টি ধরা খেয়ে যাবে।   
http://my.jetscreenshot.com/2862/m_20100730-9kr7-9kb.jpg
আপডেট টি সম্পর্কে বিস্তারিত:
http://my.jetscreenshot.com/2862/m_20100730-heqh-22kb.jpg
কিন্তু তারপরেও উইনডোজ টি ঠিক করা সম্ভব।
কন্ট্রোল প্যানেল থেকে add/ remove প্রোগ্রামস এ ক্লিক করুন।
তারপর view installed updates এ ক্লিক করুন।
http://my.jetscreenshot.com/2862/m_20100730-uvfr-293kb.jpg

এখান থেকে খুজে (KB971033) আপডেট টি আনইনষ্টল করুন। ব্যাস কেল্লা ফতে!
আর ভুলেও এই আপডেট টি ইন্সটল করবেন না।

এজন্য উইনডোজ আপডেট এ যেয়ে  important থেকে (KB971033) এর পাশ থেকে টিক উঠিয়ে দিন। এরপর তাতে রাইট মাউস ক্লিক করে hide update সিলেক্ট করুন।
http://my.jetscreenshot.com/2862/m_20100730-jnku-33kb.jpg

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: উদ্ধার করুন পাইরেটেড হয়ে যাওয়া উইনডোজ 7 কে

জোশ একটা সমাধান দিছ।অনেক ধন্যবাদ =D



Re: উদ্ধার করুন পাইরেটেড হয়ে যাওয়া উইনডোজ 7 কে

তোমার কাজে লেগেছে, এতেই আমি খুশি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।