Topic: হুমায়ুন আহমেদ এর বহুব্রীহি আমার রিভিউ
আজ পড়লাম হুমায়ুন আহমেদ এর বহুব্রীহি। জটিল লাগল, হুমাতুন আহমেদ এর বই যে সে সময় কেন এত দিন কে দিন জনপ্রিয় হয়ে উঠেছিল তার একটা কারণ খুজে পেলাম, বই টা পড়তে পড়তে অন্য এক জগতে নিজেকে আবিষ্কার করলাম, রাগী বাবা, অলস মামা, দুই মেয়ে, গাধা ডাক্তার আনিস প্রতি চরিত্র কে এত সুন্দর করে উপস্থাপন এর জন্যই বই টি বেশ ভাল মানের।
হুমায়ুন আহমেদ এর বেশির ভাগ গল্পয়েই শেষ টা কখনো সুন্দর ভাবে শেষ হই না, হইত ছোট গল্পের সার্থকতা রাখতেই একটা অজানা চাওয়া থেকে যায়। এ গল্পের সমাপ্তিটা বেশ সম্পূর্ণ। পাঠকের মনে শান্তি আসে পড়ে।
মাঝে মাঝে পড়তে পড়তে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবার মতন অবস্থা। নীচে একটু দিলাম :
[spoiler][/spoiler]
বইটির ডাউনলোড লিংক: এখানে
ডাউনলোড করে পড়তে কোন পিডিএফ রিডার এর প্রয়োজন হবে। পিডিএফ রিডার না থাকলে ডাউনলোড করুন
এখানে