Topic: আসছে ট্যাবলেট কম্পিউটার 'স্লেট'

[box]উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে চলতে সক্ষম মাইক্রোসফটের ট্যাবলেট কম্পিউটার 'স্লেট' বাজারে আসছে আগামী মাসেই। ওয়াশিংটনে মাইক্রোসফটের সহযোগীদের সঙ্গে বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বলমার। 'স্লেট' ট্যাবলেট কম্পিউটার বাজারে আসার সময় ঘোষণা করে স্টিভ বলমার বলেন, 'ট্যাবলেট কম্পিউটার যুগে প্রবেশের পাশাপাশি উইন্ডোজ সেভেনভিত্তিক স্লেট কম্পিউটার যুগেও আমরা প্রবেশ করতে যাচ্ছি খুব শিগগির। আমরা নতুন এ স্লেট কম্পিউটারের সব কমান্ড স্পর্শনির্ভর করার চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি করা এই ট্যাবলেট কম্পিউটারটির আকারে থাকবে ভিন্নতা। বিভিন্ন ফিচারেও বাজারে পাওয়া যাবে এটি।' এই ট্যাবলেট কম্পিউটার তৈরি করছে আসুস, ডেল, স্যামসাং, তোশিবা এবং সনিসহ ১২টি প্রতিষ্ঠান। সবাই আলাদাভাবে এটা বাজারে আনবে বলে জানিয়েছেন বলমার। গত জানুয়ারিতে কনজিউমার ইলেকট্রনিক্স শো অনুষ্ঠানে এইচপির সঙ্গে এ ধরনের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার কথা প্রথম জানিয়েছিলেন বলমার।[/box]

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।