Topic: নিকোলাস কেজ এর মেজাজ গরম

http://www.chobimohol.com/image-144D_4C3D414C.jpg


আর্থিক দৈন্য পিছু লেগেই আছে। তার ওপর কয়েক মাস ধরে ব্যবসায়িক মন্দা আর মামলা-মোকদ্দমা মিলিয়ে পুরো নাজেহাল দশা। এমন অবস্থায় বুঝি মেজাজটা বিগড়েই ছিল। তাই নিজের নতুন ছবি 'দ্য সরসারার্স অ্যাপ্রেন্টিস'-এর মুক্তি উদযাপন করতে বন্ধুদের সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটনের এক বারে গিয়ে জড়িয়ে গেলেন ঝামেলায়। কী কারণে নাকি একজন অতিথিকে মারধরও করেছেন। তা নিয়ে পত্রিকাগুলোও সংবাদ প্রচার করায় বেশ সমালোচনার মুখে পড়ে গেছেন নিকোলাস কেজ। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, 'বারে একটা সমস্যা হয়েছিল। কিন্তু তা হাতাহাতির পর্যায়ে যাওয়ার বহু আগেই থেমে গেছে।'

সূত্র : এখানে