Topic: আজ পবিত্র লাইলাতুল মিরাজ

আজ শুক্রবার ২৬ রজব পবিত্র লাইলাতুল মিরাজ। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মোস্তফা সা: তাঁর জীবদ্দশায় হিজরি মাসের এ দিনগত রাতে মহান আল্লাহর নির্দেশে তাঁরই বিশেষ ব্যবস্খাপনায় মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন। প্রত্যক্ষ করেন সপ্ত আকাশ, বেহেশত, দোজখসহ আল্লাহর সৃষ্টিরহস্য। সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন সপ্ত আকাশে অবস্খানকারী নবী-রাসূলগণের সাথে। জিবরাইলকে (আhappy দেখেন তাঁর নিজ অবয়বে। আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান।
রাসূল সা:-এর মিরাজ তথা আল্লাহর সান্নিধ্য লাভ ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই মর্যাদাপূর্ণ। মুসলমানরা এ রাতে আলোচনা, নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকিরসহ বিশেষ ইবাদত করে থাকেন।
মিরাজের সঠিক তারিখ নিয়ে কিছুটা মতভেদ থাকলেও হিজরতের কয়েক বছর আগে ঘটে এ ঘটনা। বেশির ভাগ মত অনুযায়ী ২৬ রজব দিনগত রাতে অর্থাৎ ২৭ রজব এশার নামাজের পরই ঘটে মিরাজের ঘটনা। তখন নবী সা: হজরত উম্মে হানির (রাhappy ঘরে শায়িত ছিলেন। জিবরাইল (আhappy এসে তাঁকে ঊর্ধ্বাকাশে গমনে আল্লাহর নির্দেশনার কথা জানান। সাথে সাথেই শুরু হয় ভ্রমণ। তিনি প্রথমে বোরাক নামের একটি বাহনে মক্কা মোকাররমা থেকে পবিত্র মসজিদে আকসায় যান। সেখানে দুই রাকাত নামাজ শেষে তিনি ঊর্ধ্বকাশে গমন শুরু করেন। সেখানে প্রতিটি আসমানে অবস্খানরত প্রধান ফেরেস্তাদের সাথে তাঁর দেখা হয়। পরে বায়তুল মামুর নামক স্খানে ফেরেস্তাদের নিয়ে দুই রাকাত নামাজ পড়েন। সিদরাতুল মুনতাহা নামক স্খানে পৌঁছে তাঁকে বহনকারী বোরাক থেমে যায়। জিবরাইল (আhappy এর ওপরে যাওয়ার ব্যাপারে তাঁর অপারগতা প্রকাশ করেন। এরপর রফরফ নামের আরেকটি কুদরতি বাহন এসে রাসূলকে সা: ওপরের দিকে আরশে মোয়াল্লায় পৌঁছে দেন। সেখানেই আল্লাহর সাথে রাসূল সা:-এর সান্নিধ্য ঘটে। নবুয়াতি দায়িত্ব পালনের প্রয়োজনীয় নিদের্শনা লাভ এবং আল্লাহর সৃষ্টি কৌশল অবলোকন করার পর ফজরের নামাজের আগেই তিনি আবার ফিরে আসেন বিশেষ বাহনযোগে। রাসূল সা:-এর মিরাজ সশরীরে না আত্মিক হয়েছিল এ নিয়ে বিজ্ঞানী ও আলেমদের মধ্যে কিছুটা মতান্তর আছে। তবে অধিকাংশ আলেম ও ইসলামি গবেষকদের মতে, মিরাজ ছিল একটি বাস্তব ঘটনা। আল্লাহ তায়ালা বিশেষ ব্যবস্খায় এ কাজটি করিয়েছেন সশরীরেই। যদি আত্মিক বা স্বপ্নেই এ ঘটনা ঘটত তাহলে এ নিয়ে এত আলোচনা বা একে স্বীকার-অস্বীকারের প্রশ্ন আসত না। কারণ তখন এ খবর প্রকাশ হওয়ার পর কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রূপ করেছিল। স্বপ্নে হলে এ নিয়ে এত আলোচনা হতো না। তা ছাড়া পবিত্র কুরআনের সূরা বনি ইসরাইল ও সূরা নজমে রাসূল সা:-এর মিরাজের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। ফলে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে আজ সìধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।