Topic: দ্বিতীয় জীবনে ধোনি !

http://i45.tinypic.com/2vsj14w.jpg

কতজনের সঙ্গে প্রণয়ের কথাই না শোনা গিয়েছিল। কিন্তু এদের কাউকেই নয়, ভারতের সবচেয়ে ‘প্রার্থিত’ পাত্রদের একজন মহেন্দ্র সিং ধোনি বিয়ে করছেন পুরোনো বন্ধু সাক্ষী সিং রাওয়াতকে। ‘করছেন’ না বলে অবশ্য একটু ঝুঁকি নিয়ে ‘করেছেন’ও বলে ফেলা যায়, ভারতের উত্তরখন্ড রাজ্যের রাজধানী শহর দেরাদুনে গত রাতেই হয়ে যাওয়ার কথা ধোনি-সাক্ষীর বিয়ে। গত পরশু রাতে দেরাদুনে সম্পন্ন হয়েছে দুজনের বাগদান।
বাগদানের খবর চাউর হওয়ার পর শুরুতে শোনা গিয়েছিল বিয়ে হবে অক্টোবরে, অস্ট্রেলিয়ার ভারত সফর শেষে। পরে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথা ভেবে নাকি বিয়েটাও সেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাঁচির ডিএভি স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব ধোনি-সাক্ষীর। দুজনের বাবা একসঙ্গে চাকরি করতেন। বাবার অবসরের পর দেরাদুনে চলে যায় সাক্ষীর পরিবার। শোনা যাচ্ছে, বছর দুয়েক আগে তাদের আবার দেখা হয় বলিউড তারকা বিপাশা বসুর বাড়িতে। ‘রেস’ সিনেমার সাফল্য উদ্যাপনের জন্য পার্টি দিয়েছিলেন বিপাশা। বিপাশার বয়ফ্রেন্ড জন আব্রাহামের আমন্ত্রণে সেই পার্টিতে এসেছিলেন সাক্ষী। এর পর থেকেই নাকি চলছে দুজনের মন দেওয়া-নেওয়া। ২৩ বছর বয়সী সাক্ষী হোটেল ম্যানেজমেন্টে তৃতীয় বর্ষের ছাত্রী। সম্প্রতি ট্রেনিং শেষ করেছেন তাজ বেঙ্গল হোটেল থেকে।
আংটি বদল হয়েছে খুব ঘরোয়া পরিবেশে, হাতে গোনা কয়েকজন অতিথি ছিলেন।

সূত্রঃ প্রথম আলো।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: দ্বিতীয় জীবনে ধোনি !

দেখা যাবে দুমাস পর খবর বেরোবে, ধোনি তৃতীয় জীবনে প্রবেশ করেছেন ( অর্থাত সন্তানের বাবা হয়েছেন ) chatterbox  chatterbox

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: দ্বিতীয় জীবনে ধোনি !

সাকির আহমেদ রনি wrote:

দেখা যাবে দুমাস পর খবর বেরোবে, ধোনি তৃতীয় জীবনে প্রবেশ করেছেন ( অর্থাত সন্তানের বাবা হয়েছেন ) chatterbox  chatterbox


হা হা হা  :o
হয়তো বা !
ভালই বলেছেন।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।