Topic: নতুন স্পাইডারম্যান

[box]http://www.chobimohol.com/image-499E_4C301063.jpg
তিনটি ছবি করার পর বিদায় নিয়েছেন স্পাইডারম্যান চরিত্রের নায়ক টোবি ম্যাগুইরে ও পরিচালক স্যাম রাইমি। এবার নতুন স্পাইডার ম্যান হিসেবে আসছেন অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড। ২৬ বছর বয়সী এই অভিনেতা সুপার হিরোর দায়িত্ব কাঁধে তুলে নেবেন আগামী ডিসেম্বর থেকে। মানে তখন থেকে শুরু হবে ছবিটির শুটিং। এর আগে প্রয়াত অভিনেতা হিথ লেজারের সঙ্গে দি ইমাজিনেরিয়াম অব ডক্টর পার্নাসস ছবিতে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু। এখনো নাম চূড়ান্ত না হওয়া স্পাইডারম্যান সিরিজের এই ছবিটি মুক্তি পাবে ত্রিমাত্রিক প্রযুক্তিতে। পরিচালনা করবেন মার্ক ওয়েব। ওয়েবসাইট। [/box]

খবর টি পড়ে বেশ হতাশ। নায়ক টোবি ম্যাগুইরে এর জায়গাতে অন্য কাও কে বসাতে বেশ কষ্ট হবে।   

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।