Topic: সেভিং কৌশল!

http://i50.tinypic.com/312ekhf.jpg

সেভের পর নিজেকে আকর্ষণীয় দেখতে, সতেজ অনুভূতি ধরে রাখতে এবং শেষ পর্যন্ত ত্বকের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন সঠিক সেভিং কৌশল।

সেভের কৌশল : দাড়িগুলো হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে নিন। তবে এভাবে ৩০ শতাংশের বেশি আর্দ্রতা করা সম্ভব নয় বিধায় এক্ষেত্রে গোসলের পর সেভ করলে ভালো ফল পাওয়া সম্ভব।

সেভিং ক্রিম : আর্দ্রতা ও পিচ্ছিলসম্পন্ন সেভিং ক্রিম ব্যবহার করলে ভালো সেভ পাওয়া সম্ভব। সবচেয়ে ভালো সেভিং ক্রিমটি ব্যবহার করা উচিত। কারণ এ ধরনের সেভিং ক্রিমের সাহায্যে প্রচুর ফেনা উৎপাদন হয়।

রেজার পরিচালনা করা :
দাড়ি বাড়ার গতি ও সঠিক দিক অনুযায়ী রেজার টানা উচিত। প্রথমে এক সাইড থেকে কাজটি শুরু করা ভালো। তারপর একে একে গোঁফ ও গাল বরাবর রেজার টানা সম্পন্ন করা যায়। এক্ষেত্রেও ভালো কোনো ব্র্যান্ডের রেজার ব্যবহার করুন।

সেভিং ব্রাশ :
উন্নত মানের সেভিং ব্রাশ ব্যবহার করবেন। ক্লিন সেভের ক্ষেত্রে সেভিং ব্রাশ অত্যন্ত জরুরি ও প্রধান কৌশল। প্রতিটি সেভিং ব্রাশ যথেষ্ট নমনীয় ও শক্ত ব্রিসল থাকা প্রয়োজন।

ত্বক পরিষ্কার করুন : সেভের পর ক্লিনজিং ও সুসিং ফেসিয়ালের সাহায্যে মুখ পরিষ্কার করে গরম পানির সাহায্যে মুখ ধুয়ে নিন। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

ময়শ্চারাইজার : সেভের পর ময়শ্চারাইজার ব্যবহার করুন। সেভের কাজটি শেষ করে ত্বকে ময়শ্চারাইজার দিন। এতে আপনার ত্বক সতেজ ও শীতল থাকবে। ত্বককে আর্দ্র ও স্বাভাবিক রাখতে ময়শ্চারাইজার সবচেয়ে চমৎকার উপায়। এছাড়া আপনি একটু বরফ কাপড়ে পেঁচিয়ে মুখে আস্তে আস্তে ঘসে নিতে পারেন।


লেখকঃ মো. আহসানুল হক
সূত্রঃ কপি-পেষ্ট।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: সেভিং কৌশল!

অচেনা ভাই দারুন জিনিস শেয়ার করলেন।তা ভাই আপনি এইভাবেই সেভ করেন তো? big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: সেভিং কৌশল!

অচেনাকেউ wrote:

এক্ষেত্রে গোসলের পর সেভ করলে ভালো ফল পাওয়া সম্ভব।

   আমি অনেক আগে থেকেই এই নিয়ম টি ফলো করি shame on you  shame on you
ভাই, সাথে যদি সেভিং ক্রিম ও রেজারের দুই চারটা ভালো brand এর নাম উল্লেখ করতেন???

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: সেভিং কৌশল!

উপল BD wrote:

তা ভাই আপনি এইভাবেই সেভ করেন তো? big grin

বলতে পারেন অনেকটা এভাবেই,
শুধুমাত্র শীতকালে গরম পানি ব্যবহার করি,
আর সেভের পর ক্লিনজিং ও সুসিং ফেসিয়াল/ময়শ্চারাইজার বদলে আমি যেটা করি তা হলো  ফিটকারি ঘষি;
তারপর মুখ ধুয়ে আফটার শেভ লোশন ~ ব্যাস।
কোন উৎসব/অনুষ্ঠানে গেলে গিন্নি মেথি সহযোগে ডালের পেষ্ট না কি যেন মুখে মাখিয়ে ১৫/২০ মিনিট রাখতে বলে।

সাকির আহমেদ রনি wrote:

ভাই, সাথে যদি সেভিং ক্রিম ও রেজারের দুই চারটা ভালো brand এর নাম উল্লেখ করতেন???

শাভিং ক্রিম আমি ইদানিং যেটা ব্যবহার করিঃ স্কয়ারের কূল (আমাদের দেশি হিসেবে বেশ ভাল ও উন্নত মানের)
এবং রেজর ২২০ টাকা দামের সাধারণ ব্লেড পরিবর্তন করে ব্যবহার করা যায় যেটাতে।
ভাল ব্র্যান্ড বলতে জিলেট এর নাম সর্বাগ্রে আসে,
তুলনামুলক ভাবে যার দাম একটু বেশি মনে হয় আমার কাছে ।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: সেভিং কৌশল!

আমি রেজার হিসেবে ম্যাক 3 turbo ব্যাবহার করি, জটিল আরাম।  )+D

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।