Topic: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

গত দুই দিন থেকে আমার নিম্নোক্ত সমস্যা হচ্ছে
১) বার বার পস্রাব পাচ্ছে
২) পস্রাবের নালীতে জ্বালা করছে।
৩) একবার পস্রাব করার পর ১০-১৫ মিনিট পর আবার পস্রাব পাচ্ছে, সেই  সাথে জ্বালা করছে।

আমার বয়স ১৯। আমার কি করণীয়। বাসায় লজ্জার কারণে জানাতে পারছি না।
খুব ভয় লাগছে, এটা কি কোণ বড় রকমের রোগ?
সাওন ভাই প্লিজ আপনি এ সম্পর্কে কোণ কিছু জেনে থাকলে বলুন, নতুবা দয়া করে আপনার কোণ শিক্ষকের থেকে এ বিষয় সম্পর্কে জেনে বলুন। ভাইয়া আমাকে আপনার নিজের ছোট ভাই ধরে নিন।
ভাইয়া প্লিজ তাড়াতাড়ি জানান। খুব ভয় লাগছে।



Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

আমাদের ফোরামেই অনেক জন ডক্টর আছেন, আর আমি পার্সোনাল ভাবে ডক্টর এর সাথে কথা বলছি।
আগে বলুন
1)রক্ত বা পুজ যাচ্ছে কিনা?

আমি ধারণা করছি, আপনার Urinary tract Infection বা সংক্ষেপে (UTI)। বিস্তারিত দেখুন এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

sawontheboss4 wrote:

রক্ত বা পুজ যাচ্ছে কিনা?

জ্বিনা এমন সমস্যা হচ্ছে না। শুধু পস্রাবের রাস্তায় জ্বালা করছে। আর ৫ মিনিট পর পর পস্রাব পাচ্ছে



Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

ভাইয়া  রিহাব, মনে কিছু নিয়না , তোমার সমসসা পড়ে মনে হচ্ছে তোমার urethritis অথবা cystitis(bladder infection) হয়েছে । তুমি just তোমার  প্রশরাব (urine) R/E  কোনও ভাল ডায়াগ্নস্টিক সেন্টার  থেকে করিয়ে নিতে পার । তেরপর আমার সাথে দেখা করতে পর বা মোবাইল এও কথা বলতে পার। মোবাইল ন- 01712525916।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

R/E বলতে আমরা Routine examination বুঝে থাকি। আমি আমাদের মেডিকেল এর হেড অফ মেডিসিন স্যার এর সাথে আপনার ব্যাপার নিয়ে মেল করেছিলাম। স্ক্রীন শট দিলাম।
http://my.jetscreenshot.com/2862/m_20100617-zb4b-119kb.jpg

স্যার এর অ্যাডভাইস:
He/She has been suffering from UTI.
S/he can take Cap.Cef-3 (200mg) 1 cap 12 hrly for 7 days.
Adv. Urine R/ME and C/S
USG of KUB

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


(edited by রিহাব 2010-06-18 01:13:41)

Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

dr.shamim wrote:

ভাইয়া  রিহাব, মনে কিছু নিয়না , তোমার সমসসা পড়ে মনে হচ্ছে তোমার urethritis অথবা cystitis(bladder infection) হয়েছে । তুমি just তোমার  প্রশরাব (urine) R/E  কোনও ভাল ডায়াগ্নস্টিক সেন্টার  থেকে করিয়ে নিতে পার । তেরপর আমার সাথে দেখা করতে পর বা মোবাইল এও কথা বলতে পার। মোবাইল ন- 01712525916।

আপনি কি ঢাকা থাকেন? আমি ঢাকার বাহিতে থাকি।

sawontheboss4 wrote:

স্যার এর অ্যাডভাইস:
He/She has been suffering from UTI.
S/he can take Cap.Cef-3 (200mg) 1 cap 12 hrly for 7 days.
Adv. Urine R/ME and C/S
USG of KUB

শাওন ভাই বুঝি নাই। ফার্মেসিতে গিয়ে কি বলতে হবে?
বলব কি Cap.Cef-3 এটি দেওয়ার জন্য?


আরেকটা বিষয়, এই রোগটা হওয়ার কারণটা কি সাওন ভাই?



Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

Cap দিয়ে ক্যাপ্সুল বুঝিয়েছেন। cef - 3 বললেই বুঝবে। Cef 3 সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন : এখানে 
তবে আপনার টেস্ট গুলো করান উচিত্। টেস্ট গুলো করিয়ে রিপোর্ট আপলোড করতে পারেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

sawontheboss4 wrote:

Cap দিয়ে ক্যাপ্সুল বুঝিয়েছেন। cef - 3 বললেই বুঝবে। Cef 3 সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন : এখানে 
তবে আপনার টেস্ট গুলো করান উচিত্। টেস্ট গুলো করিয়ে রিপোর্ট আপলোড করতে পারেন।

আচ্ছা ঠিক আছে।
আর এই রোগটা হওয়ার কারণটা কি সাওন ভাই?



Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

sir, ঠিকই বলেছেন। তবে cef-3 শুরুর আগে urine c/s করার জন্যে  urine test করতে দিলে ভাল হয়. তারপর ওষুধ  খেয়ে কয়েকদিন পর usg of KUB করলে ভাল.

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্

আমার একটা ছোট্ট প্রশ্ন:
cystitis(bladder infection) এর কারণে কি কোমরে ব্যাথ্যা হতে পারে?