Topic: আমার পস্রাবে খুব সমস্যা হচ্ছে। প্লিজ আপনাদের সাহায্য চাচ্ছি্
গত দুই দিন থেকে আমার নিম্নোক্ত সমস্যা হচ্ছে
১) বার বার পস্রাব পাচ্ছে
২) পস্রাবের নালীতে জ্বালা করছে।
৩) একবার পস্রাব করার পর ১০-১৫ মিনিট পর আবার পস্রাব পাচ্ছে, সেই সাথে জ্বালা করছে।
আমার বয়স ১৯। আমার কি করণীয়। বাসায় লজ্জার কারণে জানাতে পারছি না।
খুব ভয় লাগছে, এটা কি কোণ বড় রকমের রোগ?
সাওন ভাই প্লিজ আপনি এ সম্পর্কে কোণ কিছু জেনে থাকলে বলুন, নতুবা দয়া করে আপনার কোণ শিক্ষকের থেকে এ বিষয় সম্পর্কে জেনে বলুন। ভাইয়া আমাকে আপনার নিজের ছোট ভাই ধরে নিন।
ভাইয়া প্লিজ তাড়াতাড়ি জানান। খুব ভয় লাগছে।