Topic: এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ ১৬৭ রানে অল-আউট !
চলমান বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি গতকাল ১৫/০৬ থেকে শ্রীলংকায় শুরু হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং বর্তমান চ্যম্পিয়ন শ্রীলংকা নিয়ে এশিয়া কাপ ক্রিকেট। গতকাল উদ্বোধনী ম্যাচে পাকিস্থান ১৬ রানে স্বাগতিকদের কাছে হেরেছে।
আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট নেয় এবং সব কয়টি উইকেট হারিয়ে ৩৪.৫ ওভারে মাত্র ১৬৭ রান করে। কি মনে হয় ~ বাংলাদেশ আজ হেসে খেলে হারবে (!)
তামিম মাত্র ২২ রান করে সাজঘরে ফিরছেন।
মুশফিকের একটি স্যুইপ শট নেবার মুহুর্ত ।তিনি করেছেন ৩০ আর সর্বোচ্চ ইমরুল কায়েসের সংগ্রহ ৩৭।
এই টপিক পোষ্টানোর সময় ভারতের সংগ্রহঃ ১৫ ওভারে ৩ উইকেটে ৮০ রান।
কে কে ফুটবলের পাশাপাশি এই ক্রিকেট উপভোগ করছেন !
আপনারা যারা আগ্রহী শুধুমাত্র তাদের জন্য এশিয়া কাপ ফিকশ্চারঃ
১৮ জুন-বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৯ জুন-ভারত-পাকিস্তান
২১ জুন-বাংলাদেশ-পাকিস্তান
২২ জুন-শ্রীলঙ্কা-ভারত
২৪ জুন-ফাইনাল
প্রজন্মের এই পোষ্ট থেকে অনুপ্রাণিত হয়ে এখানে লেখা।
গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।