Topic: আমার কোন জায়গা নাই - পুতুল ।

ক্লোজআপ খ্যাত পুতুলের একটি আসাধারণ গান
যা আমার ভীষন পছন্দের। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।
রামেক এর বাংলা ফোরামে গানের কথা সহ উপস্থাপন করা হইল।


আমার কোন জায়গা নাইরে
কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।।
তোমার মনের কুসুম কুসুম নিরজণতায়
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই ।
আমার কোন জায়গা নাইরে
কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।



আমি বাউল হতে চাই রে বন্ধু বাউল হতে চাই
তোমার মনের মেঠো পথে দূরের কোন গাঁয়।
তোমার বাঁশীর সুরে সবই ভুলে যেতে চাই ।
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই।
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।।


আমি জিরিয়ে নিতে চাই রে একটু জিরিয়ে নিতে চাই
তোমার মনের বট বৃক্ষের শীতল ছায়ায় ।
তোমার চেনা সুরে সুরে উদাস হতে চাই।
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।


তোমার মনের কুসুম কুসুম নিরজণতায়
আমায় দিও ঠাই রে বন্ধু আমায় দিও ঠাই ।
আমার কোন জায়গা নাইরে কোন জায়গা নাই ও বন্ধু
আমায় দিও ঠাই ।


আমার কোন জায়গা নাই

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: আমার কোন জায়গা নাই - পুতুল ।

গান টার লিরিক্স বেশ ভাল লেগেছে, ডাউনলোড দিলাম। ভাল লাগলে প্রাপ্য রেপু দিতে কুণ্ঠিত হবো না।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আমার কোন জায়গা নাই - পুতুল ।

শেয়ার করায় ধন্যবাদ,অচেনা ভাই।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: আমার কোন জায়গা নাই - পুতুল ।

sawontheboss4 wrote:

গান টার লিরিক্স বেশ ভাল লেগেছে, ডাউনলোড দিলাম। ভাল লাগলে প্রাপ্য রেপু দিতে কুণ্ঠিত হবো না।

ডালো এখনো শেষ হয়নি !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।