Topic: ডেলের পরিবেশক হলো কম্পিউটার সার্ভিস

বাংলাদেশে ডেলের নতুন পরিবেশক হলো কম্পিউটার সার্ভিস লিমিটেড। গত ৮ জুন বিকেলে ঢাকার ওয়েস্টিন হোটেলে এই ঘোষণা দেন দক্ষিণ এশিয়া ডেল গ্লোবাল এন্টারপ্রাইজের প্রধান অ্যান্ডি সিম, ডেল বাংলাদেশের কান্ট্রি-প্রধান মীর সাদাত আলী ও কম্পিউটার সার্ভিস লিমিটেডের ব্যবস্খাপনা পরিচালক মামলুক সাবির আহমেদ।
এখন থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজারে ডেলের বিভিন্ন পণ্য বাজারজাত করবে কম্পিউটার সার্ভিস লিমিটেড। দক্ষিণ এশিয়া ডেল গ্লোবাল এন্টারপ্রাইজের প্রধান অ্যান্ডি সিম বলেন, ডেল সারা বিশ্বে তথ্যপ্রযুক্তি পণ্যের মধ্যে দ্বিতীয় স্খানে রয়েছে। এমনকি বাংলাদেশেও ডেলের পণ্য দ্বিতীয় অবস্খানে আছে। তাই বাংলাদেশে ডেলের কার্যক্রমকে আরো বাড়াতে এবং সেবার মানকে আরো গতিশীল করতে কম্পিউটার সার্ভিস লিমিটেড আমাদের সহযোগী হিসেবে ঘোষণা করতে পারায় আমরা আনন্দিত। কম্পিউটার সার্ভিস লিমিটেডের ব্যবস্খাপনা পরিচালক মামলুক সাবির আহমেদ বলেন, ডেলের সাথে আমাদের এই সহযাত্রা বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সেবাকে আরো এক ধাপ এগিয়ে নেবে।


সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।