Topic: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য
আজ নেটে এ ঘাটতে ঘাটতে আরএমসি অর্থাত্ রাজশাহী মেডিকেল এর কিছু টুকরো তথ্য পেলাম। যা আগে আমি জানতাম না।
রাজশাহী জেলা শহরে অবস্থিত রাজশাহী মেডিক্যাল কলেজ। পূর্ব পাকিস্তান আমলে ঢাকা মেডিক্যাল কলেজের পর ১৯৫৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটির একটি বড় হাসপাতাল রয়েছে যা অধুনিক উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত। রাজশাহী মেডিক্যাল কলেজে প্রতি বছর ১৭৫ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি করানো হয়। এর একটি ডেণ্টাল ইউনিট রয়েছে যেখানে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। এই কোর্সে শিক্ষার্থীরা এইচএসসি পাশের শেষে ভর্তি হয় এবং ৫ বছর পড়াশুনা ও ১ বছর সরকারি হাসপাতালে ইন্টার্নসীপের পর বিডিএস ডিগ্রী পায়।
এক নজরে রাজশাহী মেডিকেল কলেজ
প্রতিষ্ঠা: ১৯৫৮ সাল
ধরন: সরকারি
শিক্ষার্থী: ১০৫০
অবস্থান: রাজশাহী-৬০০০
ডাক নাম: আরএমসি
অধ্যক্ষ:প্রফেসর ডা.গোলাম কিবরিয়া(মার্চ ২০১১ থেকে চলতি...... )
ওয়েবসাইট: www.rmc.ac.bd
ই-মেইল: [email protected]
ফোন: ০৭২১-৭৭২১৫০
ফ্যাক্স : ০৭২১-৭৭২১৭৪