Topic: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

আজ নেটে এ ঘাটতে ঘাটতে আরএমসি অর্থাত্ রাজশাহী মেডিকেল এর কিছু টুকরো তথ্য পেলাম। যা আগে আমি জানতাম না।

http://www.chobimohol.com/image-7CCE_4C12791F.jpg


রাজশাহী জেলা শহরে অবস্থিত রাজশাহী মেডিক্যাল কলেজ। পূর্ব পাকিস্তান আমলে ঢাকা মেডিক্যাল কলেজের পর ১৯৫৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটির একটি বড় হাসপাতাল রয়েছে যা অধুনিক উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত। রাজশাহী মেডিক্যাল কলেজে প্রতি বছর ১৭৫ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি করানো হয়। এর একটি ডেণ্টাল ইউনিট রয়েছে যেখানে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। এই কোর্সে শিক্ষার্থীরা এইচএসসি পাশের শেষে ভর্তি হয় এবং ৫ বছর পড়াশুনা ও ১ বছর সরকারি হাসপাতালে ইন্টার্নসীপের পর বিডিএস ডিগ্রী পায়।

এক নজরে রাজশাহী মেডিকেল কলেজ
প্রতিষ্ঠা: ১৯৫৮ সাল
ধরন: সরকারি
শিক্ষার্থী: ১০৫০
অবস্থান: রাজশাহী-৬০০০
ডাক নাম: আরএমসি
অধ্যক্ষ:প্রফেসর ডা.গোলাম কিবরিয়া(মার্চ ২০১১ থেকে চলতি...... )
ওয়েবসাইট: www.rmc.ac.bd
ই-মেইল: [email protected]
ফোন: ০৭২১-৭৭২১৫০
ফ্যাক্স : ০৭২১-৭৭২১৭৪

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

আমিও জানতাম না, শেয়ার করার জন্য ধন্যবাদ।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

আমিতো জানতাম ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত।  :চিন্তা:   :চিন্তা:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


(edited by drsalimalmamun42ndmbbs 2011-03-11 03:23:36)

Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

That will be BMDC Registration

সেলিম


Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

sawontheboss4 wrote:

আজ নেটে এ ঘাটতে ঘাটতে আরএমসি অর্থাত্ রাজশাহী মেডিকেল এর কিছু টুকরো তথ্য পেলাম। যা আগে আমি জানতাম না।

http://www.chobimohol.com/image-7CCE_4C12791F.jpg


রাজশাহী জেলা শহরে অবস্থিত রাজশাহী মেডিক্যাল কলেজ। পূর্ব পাকিস্তান আমলে ঢাকা মেডিক্যাল কলেজের পর ১৯৫৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই কলেজটির একটি বড় হাসপাতাল রয়েছে যা অধুনিক উন্নত স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত। রাজশাহী মেডিক্যাল কলেজে প্রতি বছর ১৭৫ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি করানো হয়। এর একটি ডেণ্টাল ইউনিট রয়েছে যেখানে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। এই কোর্সে শিক্ষার্থীরা এইচএসসি পাশের শেষে ভর্তি হয় এবং ৫ বছর পড়াশুনা ও ১ বছর সরকারি হাসপাতালে ইন্টার্নসীপের পর বিডিএস ডিগ্রী পায়।

এক নজরে রাজশাহী মেডিক্যাল কলেজ
প্রতিষ্ঠা: ১৯৫৬ সাল
ধরন: সরকারি
শিক্ষার্থী: ১০৫০
অবস্থান: রাজশাহী-৬০০০
ডাক নাম: আরএমসি
অধ্যক্ষ: এ.বি.এম. আব্দুল হান্নান
ওয়েবসাইট: www.rmc.ac.bd
ই-মেইল: [email protected]
ফোন: ০৭২১-৭৭২১৫০
ফ্যাক্স : ০৭২১-৭৭২১৭৪

এগুলার নিয়া সন্দেহ আছে !!!!
কোথায় পাইছো  thinking  thinking  thinking

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত অথচ এখন ৫২ তম এমবিবিএস চলছে ,  day dreaming

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

একজন রিপোর্ট জানাল যে অধ্যক্ষ পরিবর্তন হয়েছে। হলে পোস্টটি সম্পাদনা করতে অনুরোধ করছি লেখককে।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: রাজশাহী মেডিকেল এর কিছু তথ্য

সাইফ দি বস ৭ wrote:

একজন রিপোর্ট জানাল যে অধ্যক্ষ পরিবর্তন হয়েছে। হলে পোস্টটি সম্পাদনা করতে অনুরোধ করছি লেখককে।

সম্পাদনা করে দেওয়া হলো।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg