Topic: হোষ্টেল এর সংস্কার এ খুশি সবাই
হোষ্টেল এর সংস্কার এ মেডিকেল এর সব খুশি। খুটি বাঁশ টানিয়ে হোষ্টেল রঙ করা হচ্ছে। :দিবাস্বপ্ন: যে বাথরূম এ পানির কল পর্যন্ত ঘুরতো না, সেখানে আজ যেয়ে দেখি শাওয়ার লাগানো। বেসিন এর উপরে হোল্ডার বসানো হয়েছে। কমোন রুম এর সব কিছু সরিয়ে সেখানে রঙ করা হচ্ছে। বেশ ভাল উন্নতি হচ্ছে হোষ্টেল এর। দেখা যাক, কতদিনে কী হয়! খুব দ্রুত ছবি আপলোড করা হবে।