Topic: উপল বিডির BD মিনিং

http://9gag.com/photo/24334_540.jpg

BD বলেই ভাইজান আমার চোখের দিকে প্রশ্নবোধন চিহ্নের দৃষ্টিতে তাকাইলো। ভাইজান বলতে আমার বক্তের সম্পকের ভাই না। আমার অফিস কলিগ। তার তাকানোর দৃষ্টিতেই বুঝলাম এখন কোন কিছু জিজ্ঞাসা করবেন।

: পলাশ ভাই! নামের পিছে BD কেন?

: এটা টাইটেল।

আমি সর্টকাটে উত্তর দিলাম।

: এটা আবার কেমন টাইটেল। হাতকাটা, পাকাটা, কান কাটা, গাল কাটা টাইটেল শুনেছি, এ রকম BD টাইটেল তো এর আগে কখনো শুনি নাই!

: ভাই দুনিয়া কি থাইম্মা থাকে নাকি! নিত্য নতুন টাইটেল প্রতিদিনই আবিস্কার হচ্ছে। BD টাইটেল হচ্ছে ডিজিটাল টাইটেল।

: BD মানে কি?

আমি অবাক নয়নে তাকাইলাম। আমার এই ভাইজানের একটা প্রবলেম আছে। যখন কোন প্রশ্ন মাথায় ঢুকে তার উত্তর না পাওয়া পর্যন্ত সর্বক্ষনই তার মাথায় সেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। ভাইজানের মাথায় প্রশ্নটা ঘুরপাক খাক কিছুক্ষন, আমি একটু ফ্রেস হয়ে আসি। একটা কলম আর খাতা তার হাতে ধরিয়ে দিয়ে আমি বললাম, “ভাই BD এর মিনিং বাহির করতে থাকেন, দেখি কেমন পারেন, না পারলে তো আমি আছিই। বলে আমি ওয়াস রুমের দিকে পা বাড়ালাম।

কিছুক্ষন পর BD এর মিনিং শুনে তো আমার মাথা হট হয়ে গেল। তিনি খুব আগ্রহের সাথে আমকে বলতে থাকলেন, ফাস্ট নেম উপল, লাস্ট নেম BD, টোটাল নেম উপল BD। উপল তো ঠিক আছে, কথা বার্তা BD নিয়ে। B দিয়ে হয় বান্ধর, আর D দিয়ে হয় ডক্টর। তাহলে দাড়ালো, “ উপল বান্ধরের ডাক্টার”। বড়োই সিম্পল।

আমি অবাক হয়ে ভাবতে থাকলাম, এতো জ্ঞান উনি কোথায় রাখেন?

[note=]বি:দ্র: সরি উপল বাংলাদেশ ভাই!!![/note]

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: উপল বিডির BD মিনিং

পলাশ মাহমুদ wrote:

আমার অফিস কলিগ।

তা তোমার অফিস কলিগ'রে BDএর  মানে বুঝাইয়া দিসিলা তো শ্যাষ পর্যন্ত !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: উপল বিডির BD মিনিং

পলাশ মাহমুদ wrote:

বান্ধর


পলাশ ভাই বান্ধর জিনিসটা কি?এটা খায় না পড়ে? :চিন্তা:   :চিন্তা:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: উপল বিডির BD মিনিং

rolling on the floor



Re: উপল বিডির BD মিনিং

চেঞ্জ আস আর্লি as possible উর name ।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: উপল বিডির BD মিনিং

dr.shamim wrote:

চেঞ্জ আস আর্লি as possible উর name ।

ইহা কি ভাষা ?  :অবাক: