Topic: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

http://www.chobimohol.com/image-BD0D_4C077591.jpg


পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর শীর্ষ দশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন এবং ভারত। গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এ তথ্য জানিয়েছে। আইডিসির গবেষণায় দেখা গেছে, এশিয়ার বিভিন্ন দেশে ৯০ কোটি সফটওয়্যার ব্যবহার করা হলেও এর ৫৯ শতাংশই লাইসেন্সবিহীন।
একই ধরনের তথ্য পাওয়া গেছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা বিএসএ প্রকাশিত এক প্রতিবেদনে। সংগঠনটির গবেষণায় দেখা গেছে, সফটওয়্যার পাইরেসির কারণে গত বছর সারা বিশ্বে আর্থিক ক্ষতি হয়েছে পাঁচ হাজার ১৪০ কোটি ডলার। আর শুধু এশিয়ার দেশগুলোতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের কারণে ক্ষতি হয়েছে এক হাজার ৬৫০ কোটি ডলার। এ অঞ্চলের দেশগুলোর বাজারে কোনো সফটওয়্যার এলেই তার পাইরেটেড সফটওয়্যার ছড়িয়ে পড়ে খুবই অল্প সময়ের মধ্যে। আর এ পাইরেসি ঠেকানো না গেলে ছোট বা মাঝারি উদ্যোক্তারা এ ব্যবসায়ে টিকতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: এএফপি, কালের কণ্ঠ

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

Loss ta kar?

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

আমাদের মত ত্দেশে সফ্টওয়ারগুলোর দাম কমাক তারপর দেখা যাবে,সবাইরে একরকম ভাবলে তো হবে না।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

উপল BD wrote:

আমাদের মত দেশে সফ্টওয়ারগুলোর দাম কমাক তারপর দেখা যাবে,সবাইরে একরকম ভাবলে তো হবে না।

উপল ভাইয়ের কথায় শতভাগ সমর্থন রইল। একেকটি সফটওয়্যার এর যা দাম সেটা দিয়ে ভাল মানের কম্পিউটার কিনা যায়।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

আমাদের দেশ ar মত gorib দেশে যেখানে মানুষ ভাত খেতে পারে না সেখানে ke অত দাম দিয়ে সফ্টওয়্যার use korbe .....................

praying


Re: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

কিন্তু বাংলাদেশের মানুষ তো জনেই না, যে সেগুলো বাইরের দেশে টাকা দিয়ে কিনতে হই, আর আমাদের দেশে 1 সিডি তেই 1000 সফ্টওয়্যার!
বাংলাদেশে সুখেই আছি !  :ইয়াহু:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

ami joto tuku sunesi 2012 sal e sob pirated software use kora bondho kore dibe naki...........।

praying


Re: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!

মাইক্রোসফ্ট er বাংলা ল্যাঙ্গুয়েজ টূল ব্যবহার করে বাংলা লিখুন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।