Topic: এশিয়ায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে শীর্ষে বাংলাদেশ!
পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর শীর্ষ দশের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন এবং ভারত। গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এ তথ্য জানিয়েছে। আইডিসির গবেষণায় দেখা গেছে, এশিয়ার বিভিন্ন দেশে ৯০ কোটি সফটওয়্যার ব্যবহার করা হলেও এর ৫৯ শতাংশই লাইসেন্সবিহীন।
একই ধরনের তথ্য পাওয়া গেছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স বা বিএসএ প্রকাশিত এক প্রতিবেদনে। সংগঠনটির গবেষণায় দেখা গেছে, সফটওয়্যার পাইরেসির কারণে গত বছর সারা বিশ্বে আর্থিক ক্ষতি হয়েছে পাঁচ হাজার ১৪০ কোটি ডলার। আর শুধু এশিয়ার দেশগুলোতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের কারণে ক্ষতি হয়েছে এক হাজার ৬৫০ কোটি ডলার। এ অঞ্চলের দেশগুলোর বাজারে কোনো সফটওয়্যার এলেই তার পাইরেটেড সফটওয়্যার ছড়িয়ে পড়ে খুবই অল্প সময়ের মধ্যে। আর এ পাইরেসি ঠেকানো না গেলে ছোট বা মাঝারি উদ্যোক্তারা এ ব্যবসায়ে টিকতে পারবেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: এএফপি, কালের কণ্ঠ