Topic: কোরআন পাঠের ফজিলত
১। হযরত ওসমান (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন,তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে। (বুখারী)
২। হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন, কোরআনে পারদর্শী ব্যক্তি উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেশতাগণের সমমর্যাদাভূক্ত। আর যে কষ্ট করে থেমে থেমে কোরআন পাঠ করে তার জন্য দ্বিগুন সওয়াব। ( বুখারী ও মুসলিম)
৩। হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেন,নিশ্চয় আল্লাহ তা’আলা এ কোরআনের কারনে এক দলকে উচ্চ মর্যাদায় সমাসীন করবেন আর অন্য দলকে অধঃপতিত করবেন। অর্থ্যাৎ এক দল কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে মেনে নেয়ার কারনে উচ্চ মর্যাদার অধিকারী হবে। আর অন্য দল কোরআনকে জীবন বিধান হিসেবে না মানার কারনে হবে লান্ছিত ও অধঃপতিত।(মুসলিম)
৪। হযরত আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি “তোমরা বেশী বেশী করে কোরআন পাঠ কর,কেননা কাল ক্বিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে”। (মুসলিম)
৫। হযরত মা’আয জুহানী (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তদনুযায়ী আ’মল করেছে, ক্বিয়ামতের দিন তার পিতাকে এমন এক টুপি বা মুকুট পরিধান করানো হবে য্র আলো সুর্যের আলোর চেয়ে অধিক উত্তম হবে,যদি তা তোমাদের ঘরে হতো। এখন যে ব্যক্তি এ কোনআন মোতাবেক আ’মল করেছে তার সম্পর্কে তোমাদের কি ধারনা ?।
(মুয়াত্তা,আহমদ ও আবু দাউদ)
৬। হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন যে ব্যক্তি কোআন পাঠ করেছে,অতঃপর তা ভালভাবে রক্ষনাবেক্ষন করেছে ,তারপর কোরআন নির্দেশিত হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে তাকে আল্লাহ সোবাহানু তা’আলা বেহেশতে প্রবেশ করাবেন । আর তার বংশের এমন দশজন লোক –যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল ,তাদের জন্য সুপারিশ কবুল করা হবে। ( আহমদ.তিৱমিযী, ইবনু মাজাহ ও দারেমী)
৭। হযরত ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব ( কোরআন) থেকে একটি হরফ পাঠ করেছে তার আ’মল নামায় ১০টি নেকী লিখা হবে।
প্রতিটা নর-নারীর অর্থ সহ কোরআন শিক্ষা করা ও সে মতে জীবন জীবিকা সবোর্পরি ইহকালের প্রতিটি বিষয় পরিচালনা করা অত্যন্ত আবশ্যক।
আল্লাহ সুবহানুতা’আলা আমাদের সবাইকে কোরআন অর্থসহ বুঝে পাঠ করার তৌফিক দান করুন আর সে মতে জীবন গড়ার তোফিক দান করুন। আমিন