Topic: অ্যানিমিয়া কী?
মাথায় কত প্রশ্ন আসেঅ্যানিমিয়া কী? বাংলায় রোগটির নাম রক্তশূন্যতা। যদিও এ রোগে শরীর থেকে রক্ত নিঃশেষ হয়ে যায় না। অ্যানিমিয়ায় রক্তের লোহিত কণিকার সংখ্যা বা গুণগত মান কমে যায়। লোহিত কণিকায় থাকে হিমোগ্লোবিন, যা ফুসফুস থেকে অক্সিজেন পুরো শরীরের কোষে কোষে পেঁৗছে দেওয়ার গুরুত্বপূর্ণ কাজটি করে। তাই সহজ করে বললে, রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে, হিমোগ্লোবিনের লেভেল স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে অ্যানিমিয়া বলে।
অ্যানিমিয়া হলে কী হয়? আক্রান্ত ব্যক্তির হার্টকে বেশি করে কাজ করতে হয়। কারণ বেঁচে থাকতে হলে শরীরকে অক্সিজেন পেতে হবে। যেহেতু হিমোগ্লোবিন কমে যায়, তাই হার্ট বারবার রক্ত পাম্প করে অক্সিজেনের ঘাটতি পুষিয়ে নিতে চেষ্টা করে। কিন্তু সব সময় তা সম্ভব হয় না। যেমন_পরিশ্রমের সময়। তখন এত বেশি অক্সিজেন প্রয়োজন হয় যে অ্যানিমিয়া আক্রান্ত ব্যক্তির হার্টের পক্ষে তত বেশি রক্ত পাম্প করা সম্ভব হয় না। সে কারণে অল্প পরিশ্রমেই অ্যানিমিয়া আক্রান্ত ব্যক্তি হাঁপিয়ে ওঠে।
কয়েকটি কারণে অ্যানিমিয়া হতে পারে। হিমোগ্লোবিনের বেশির ভাগ অংশই আয়রন। তাই আয়রনযুক্ত খাবার কম খেলে, আয়রন শরীরে কম শোষিত হলে, বংশগত কিছু রোগ (থ্যালাসেমিয়া বা সিকল সেল ) থাকলে, আর্থ্রাইটিস-যক্ষ্মা থাকলে, হরমোনজনিত সমস্যা (হাইপোথাইরয়ডিজম) থাকলে, আঘাত বা অসুখজনিত রক্তক্ষরণ হলে, বোনম্যারো বা অস্থিমজ্জার অসুখ থাকলে, রক্তে ইনফেকশন হলে এবং প্রেগন্যান্ট হলে সাধারণত অ্যানিমিয়া হয়।
ডাক্তার ছাড়াও লক্ষণ দেখে রোগটি অনেক ক্ষেত্রেই নির্ণয় করা যায়। যেমন : ত্বক ফ্যাকাসে হওয়া, দুর্বল লাগা, সহজেই হাঁপিয়ে ওঠা, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে আসা, ঘনঘন মাথাব্যথা হওয়া, হার্টে পালপিটিশন বা বুক ধড়ফড় করা, খেতে অরুচি হওয়া ইত্যাদি।
ডা. কাজী আব্দুল্লাহ আরমান
রাজশাহী মেডিক্যাল কলেজ
সূত্র : এখানে