Topic: কাক চালাকী ও বন্ধ ফেসবুক
এভাবে সত্যকে রুদ্ধ করা যায়না
এভাবে পাপকে ঢাকা যায়না।
হাশরের ময়দানে বন্ধ থাকবে মুখ
আপন অংগ-প্রত্যঙ্গ দেবে সাক্ষ্য।
আর আমরা হলাম কাকের মত চালাক
পরনের কাপড় দিয়ে মুখ ঢেকে বলি
কই আমাদের ফেস তো কেউ দেখছেনা
অথচ পচ্ছাতদেশ পুরো উম্মুক্ত এ খবর টুকুও নেই।
নিজের কুকর্ম কি সহজে ঢাকা যায়
পাকঁ যত ঘোলা হয় ততই দুর্গন্ধ বের হয়,
কাক চালাকী দিয়ে পাপ ঢাকা যায়না
আগে নিজের কুকর্ম বন্ধ করা দরকার।