Topic: কাক চালাকী ও বন্ধ ফেসবুক

এভাবে সত্যকে রুদ্ধ করা যায়না
এভাবে পাপকে ঢাকা যায়না।
হাশরের ময়দানে বন্ধ থাকবে মুখ
আপন অংগ-প্রত্যঙ্গ দেবে সাক্ষ্য।

আর আমরা হলাম কাকের মত চালাক
পরনের কাপড় দিয়ে মুখ ঢেকে বলি
কই আমাদের ফেস তো কেউ দেখছেনা
অথচ পচ্ছাতদেশ পুরো উম্মুক্ত এ খবর টুকুও নেই।

নিজের কুকর্ম কি সহজে ঢাকা যায়
পাকঁ যত ঘোলা হয় ততই দুর্গন্ধ বের হয়,
কাক চালাকী দিয়ে পাপ ঢাকা যায়না
আগে নিজের কুকর্ম বন্ধ করা দরকার।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif


Re: কাক চালাকী ও বন্ধ ফেসবুক

যাযাবর wrote:

কাক চালাকী দিয়ে পাপ ঢাকা যায়না
আগে নিজের কুকর্ম বন্ধ করা দরকার।

দারুন দারুন বলেছেন ভাই আপনাকে দন্যবাদ।  (y)   (y)   (y)

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: কাক চালাকী ও বন্ধ ফেসবুক

খুব  ই সুন্দর কবিতা! শেয়ার করার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।  :কোলাকুলি:  একটি রেপু।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কাক চালাকী ও বন্ধ ফেসবুক

প্রচেষ্টা wrote:

দারুন দারুন বলেছেন ভাই আপনাকে দন্যবাদ

ইলিয়াছ ভাই, আপনাকে ধন্যবাদ।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif


Re: কাক চালাকী ও বন্ধ ফেসবুক

sawontheboss4 wrote:

খুব  ই সুন্দর কবিতা! শেয়ার করার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।  :কোলাকুলি:  একটি রেপু।

ধন্যবাদ শাওন বস।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif


Re: কাক চালাকী ও বন্ধ ফেসবুক

কবিতাটি পড়ার পর শুধু এটুকুই বলবো,"দ্বার রুদ্ধ করে ভ্রমটারে রুখি,সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি?"আসলেই সুন্দর হয়েছে।  :তালি:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কাক চালাকী ও বন্ধ ফেসবুক

দন্যবাদ তুমাকে