Topic: সিনেমার সম্পর্ক এখন বাস্তবে

সিনেমার সম্পর্ক এখন বাস্তবে
http://www.chobimohol.com/image-6531_4C02A510.jpg
স্লামডগ মিলিয়নিয়ার জুটি ফ্রেইদা পিন্টো আর দেব প্যাটেলকে নিয়ে সেই শুরু থেকেই জল্পনা কল্পনার অন্ত নেই। তবে দু’জনের হদয়ঘটিত সম্পর্কের কোনও নিশ্চিত তথ্য আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে না পারায় বিষয়টি এতদিন থেকে গেছে রহস্যজালের অন্তরালে। তবে ইদানীং এ গুঞ্জনের স্রোতকে আরও পানি পাইয়ে দিতে শোনা যাচ্ছে চটকদার বেশ কিছু খবর। দু’জন নাকি বেশ উপভোগ করছেন একে অন্যের সঙ্গ। ঘুরে বেড়াচ্ছেন দু’জন মিলে খুব। গুজবে এও শোনা যায় দু’জন মিলে নাকি লস এঞ্জেলস এর প্রতিষ্ঠিত ‘লেডি জেন বেকারি’তে ঢুঁ মেরেছেন কেকের অর্ডার দিতে। যেন তেন কেক নয়, ওয়েডিং কেক। যে কেকটি নিয়েই তারা দু’জনে পারি জমাবেন ভারতের পথে। পাশাপাশি এটাও জেনে রাখা ভালো এই লেডি জেন বেকারিতেই প্রথম দু’জন একান্তে সময় কাটিয়েছিলেন। অনেকের ধারণা সেই সোনালি অতীতকে সাক্ষ্য রেখেই এ দুই লাভবার্ড গড়ে তোলার স্বপ্নে বিভোর তাদের ভালবাসার নীড়। ধারণা করা হচ্ছে, লস এঞ্জেলস থেকে দেশের মাটিতে পা দিয়েই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। খুল্লামখুল্লা জানাজানিটাও তখনকার জন্য শিকেয় তুলে রাখতে চাইছেন এ তারকা জুটি। দেখা যাক গুজবটা বাস্তবের হালে কতটুকু পানি পায়।

সূত্র :  এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সিনেমার সম্পর্ক এখন বাস্তবে

Post ta valo laglo na, nayak-naykader fesöne ghorar time nei

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: সিনেমার সম্পর্ক এখন বাস্তবে

মজা সংবাদ তো!  big grin
বিয়ে হইলে খারাপ হবে না!  : :তালি:  :তালি:

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: সিনেমার সম্পর্ক এখন বাস্তবে

sawontheboss4 wrote:

সিনেমার সম্পর্ক এখন বাস্তবে
http://www.chobimohol.com/image-6531_4C02A510.jpg

স্লামডগ মিলিয়নিয়ার জুটি ফ্রেইদা পিন্টো আর দেব প্যাটেল এর সম্পর্ক বাস্তবে টিকে থাকুক, দু'জনে সুখী হোক ~ এটাই প্রত্যাশা।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: সিনেমার সম্পর্ক এখন বাস্তবে

এদের বয়স কত। দেখে তো মনে হয় পিচ্চি পিচ্চি।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif