Topic: থাকছেন না ক্যামেরন ডিয়াজ চার্লিস অ্যাঞ্জেলস ছবিটির পরবর্তী সিক্যুয়েলে
থাকছেন না ক্যামেরন ডিয়াজ চার্লিস অ্যাঞ্জেলস ছবিটির পরবর্তী সিক্যুয়েলে অভিনয় করছেন না এর অন্যতম অ্যাঞ্জেল, জনপ্রিয় হলিউডি তারকা ক্যামেরন ডিয়াজ। জানা গেছে, এই মুহূর্তে নিজের চরিত্রের বাইরে এসে ছবির চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নেয়া তার জন্য বেশ কঠিন বলেই মনে করছেন তিনি। ৩৭ বছর বয়সী এ অভিনেত্রী এর আগে ২০০০ সালে দুই হলিউড সুন্দরী ডিন্সউ ব্যারি মোর ও লুসি লিউয়ের সাথে চার্লিস অ্যাঞ্জেলস ছবিতে নাটালিয়া কুক চরিত্রে অভিনয় করেন। ডিয়াজের অনবদ্য অভিনয় গুণে প্রাইভেট গোয়েন্দার এই চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে ২০০৩ সালে এই সুন্দরীত্রয় আবারো একসাথে অভিনয় করেন চার্লিস অ্যাঞ্জেলস-এর সিক্যুয়েল ‘চার্লিস অ্যাঞ্জেলস : ফুল থ্রটল’ এ।
সম্প্রতি জানা গেছে, ‘চার্লিস অ্যাঞ্জেলস’র তৃতীয় সিক্যুয়েলটি থেকে নিজেকে গুটিয়ে নেয়ারই সিদ্ধান্ত নিয়েছেন ডিয়াজ। এ প্রসঙ্গে উইকলি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সবাই আমাকে প্রশ্ন করে আমি কেন ১০ বছর ধরে করে আসা চরিত্রটি ছেড়ে দিলাম। আমি তাদের শুধু একটা কথাই বলব, ১০ বছর আগের প্যান্ট এখন পরতে কিছুটা কষ্ট হওয়াই তো স্বাভাবিক, তাই নয় কি!
সূত্র : এখানে