Topic: উইনডোজ 7 ও vista-য় রান এন্ট্রী ডিসপ্লে ।

উইনডোজ 7 ও vista -য় start মেনুতে run অপ্শন টি পাওয়া যায় না।কিন্তু আমরা যারা পূর্বে xp
ইউজ করেছি তারা এই অপ্শন টি ইউজ করতে চাই।তাই আপনারা নিচের পদ্ধতি অনুসরণ করে start
মেনুতে run অপ্শন টি পেতে পারেন:

# start-এর উপর রাইট ক্লিক করে properties-এ
# properties-এ প্রবেশ করে' customize- এ ক্লিক করুন

http://j.imagehost.org/0281/2010-04-02_10-57_Taskbar_and_Start_Menu.jpg

# নীচে নেমে 'run command' চেক বক্সটি সিলেক্ট করুন

http://j.imagehost.org/0494/2010-04-02_10-55_Customize_Start_Menu.jpg

# সবশেষে ok বাটন প্রেস করে বের হয়ে আসুন

এবার start মেনুতে run অপ্শন টি দেখতে পাবেন।

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: উইনডোজ 7 ও vista-য় রান এন্ট্রী ডিসপ্লে ।

http://my.jetscreenshot.com/2862/m_20100402-veul-6kb.jpg

এখানে যেয়ে run লিখলেই তো একবারে আসে! যদিও permanent প্রোসেস এর জন্য মেথড টি বেশ কাজের॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।