Topic: আমার সাইটের বাগ বের করুন!
অনেকদিন ধরেই আমার সাইটটার পেছনে খাটছি...
খারাপ লাগছে না... বরং নতুন নতুন জিনিস আবিষ্কার করা এবং কাজ করে মজা পাই!
বিভিন্ন ফিচার এড করা বাগ মারা এসব করে মজা পাই!
তো যেজন্যে বলছি ...
আমার সাইটটার কি কি বাগ লুকানো আছে তা বের করতে হবে।
আমি অনেক কাজই করেছি। কিন্তু কোথায় কোথায় কি বাগ লুকানো আছে তা একা বের করা কঠিন!
তাই আপনাদের সাহায্য চাইছি!
নতুন সংযোজন হিসেবে অনেক কাজই করেছি!
ডিজাইনের পরিবর্তন, থ্রেডেড কমেন্ট, ফেসবুক লগিন ইত্যাদি ছাড়াও আরো অনেক ছোট ছোট কাজ!
বিশেষ করে ফেসবুক আইডি দ্বারা লগিন করার বিষয়টা আমাকে অনেক ভাবিয়েছে। শেষ পর্যন্ত এটা মোটামুটি সল্ভ করেছি।
আপনারা একটু দেখেন তো কোন বাগ ঠাগ পান নাকি !
আর সাইটটার লিংক তো আগই দিছি!
তাও দি
http://www.saiftheboss.co.cc
ফেসবুক আইডি দ্বারা লগিন করেও আমার সাইটে কমেন্ট দিতে পারবেন। (এটা টেস্ট করা বেশী জরুরি!)