Topic: চার মাসে বিক্রি হয়েছে ৩১ কোটি মোবাইল ফোনসেট।
বর্তমান দুনিয়ায় মানুষ আর কিছু কিনুক না কিনুক অন্তত একটি মোবাইল ফোন কিনবেই ,এর প্রমাণ মিলবে নিচের খবরেই:-
চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বিশ্বজুড়ে মোবাইল ফোনসেটের বিক্রি ১৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ে হ্যান্ডসেটের বিক্রি ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গার্টনার ইনকরপোরেটেড এ তথ্য জানিয়েছে।
গার্টনার জানায়, ২০১০ সালের প্রথম চার মাসে বিশ্বজুড়ে মোবাইল ফোনসেট বিক্রি হয়েছে ৩১ কোটিরও বেশি, যা ২০০৯ সালের একই সময়ে বিক্রি হওয়া সেটের সংখ্যার চেয়ে ১৭ শতাংশ বেশি। অন্যদিকে ২০০৬ সালের পর থেকে স্মার্টফোনের বিক্রি দিন দিন বেড়েই চলেছে। বিক্রির দিক দিয়ে যেসব হ্যান্ডসেট এগিয়ে রয়েছে সেগুলো হলো, নকিয়া, স্যামসাং, রিম ও সনি এরিকসন।
নকিয়া ২০১০ সালের প্রথম চার মাসে বিক্রি করেছে ১১ কোটি সেট। স্যামসাং বিক্রি করেছে ছয় কোটি ৪০ লাখ সেট। রিম বিক্রি করেছে এক কোটি সেট।
স্মার্টফোন বিক্রির দিক দিয়ে যেসব প্রতিষ্ঠান এগিয়ে আছে সেগুলো হলো অ্যাপলের আইফোন। এরপর আছে গুগলের অ্যান্ডরয়েড ও মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলো।
সূত্র:- এখানে