Topic: অবশেষে আমিও চলে আসলাম

আসসালামু আলাইকুম,
                        রেজিঃ করেছিলাম বেশ কিছুদিন আগেই,কোন পোষ্ট করা হয়নি,আজ এসে দেখি প্রায় সবাই পরিচিত তাই সাহস করে পোষ্ট করে ফেললাম,কেমন আছেন সবাই? নিশ্চয় ভাল আছেন আমিও রহমানুর রহিম এর নিকট এ প্রার্থনাই করি । আমি ইলিয়াস আহমেদ (প্রচেষ্টা) নিবাস বিক্রমপুর । পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী । এইতো আমার পরিচয় । তথ্য প্রযুক্তি ভালবাসি ,দিনের বেশীর ভাগ সময় নেটেই কাটাই এখন আপনারা আমাকে গ্রহণ করলে কৃতার্থ হই।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: অবশেষে আমিও চলে আসলাম

আপনাকে ফোরামে স্বাগতম। আপনার-আমার ক্ষুদ্র জ্ঞানের উপর ভর করেই আমরা যে বাংলাদেশকে পরিচিত করতে চাই বিশ্ব মঞ্চে, অবশ্যই আমরা পারব। :whistling:  :whistling:

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: অবশেষে আমিও চলে আসলাম

প্রচেষ্টা ভাই, আপনার পরিচয় পেয়ে ভাল লাগল। আপনি ব্যবসায়ী হবার পরেও যে নেট এ ফোরামিঙ্গ করার সময় পাচ্ছেন, দেখে আমি অবাক হচ্ছি, আশা করি নিয়মিত হবেন, আর যে কোনও সমস্যা তে আমরা আপনার পাশে আছি, টা যত ক্ষুদ্র বা বৃহত্ হক না কেন॥  :cloud9:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: অবশেষে আমিও চলে আসলাম

আরে ইলিয়াস ভাই যে,কেমন আছেন?ফোরামে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো।আপনার ধর্মীয় লেখাগুলো পড়তে খুব ভালো লাগে,আপনার লেখাগুলো আমাদের সাথে শেয়ার করলে সবাই খুব উপকৃত হবে।  :applause:   :applause:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: অবশেষে আমিও চলে আসলাম

উপল BD wrote:

আরে ইলিয়াস ভাই যে,কেমন আছেন?

আলহামদুলিল্লাহ,ভাল আছি ভাই।

উপল BD wrote:

আপনার ধর্মীয় লেখাগুলো পড়তে খুব ভালো লাগে,আপনার লেখাগুলো আমাদের সাথে শেয়ার করলে সবাই খুব উপকৃত হবে।

আপনার আগ্রহ দেখে ভাল লাগল। আমি ইতিমধ্যেই একটি পোস্ট করেছি এখানে দেখতে পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif


Re: অবশেষে আমিও চলে আসলাম

ওয়ালাইকুম আসসালাম (ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ)
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ?
আপনাকে  এখানে দেখতে পায়ে আমারো ভাল লাগছে ভাই।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: অবশেষে আমিও চলে আসলাম

অচেনাকেউ wrote:

আপনাকে  এখানে দেখতে পায়ে আমারো ভাল লাগছে ভাই।

ধন্যবাদ অচেনা ভাই।

http://www.rongmohol.com/uploads/1805_prochesta_logo.gif

http://www.obosor.com/banner_468.gif