Topic: অবশেষে আমিও চলে আসলাম
আসসালামু আলাইকুম,
রেজিঃ করেছিলাম বেশ কিছুদিন আগেই,কোন পোষ্ট করা হয়নি,আজ এসে দেখি প্রায় সবাই পরিচিত তাই সাহস করে পোষ্ট করে ফেললাম,কেমন আছেন সবাই? নিশ্চয় ভাল আছেন আমিও রহমানুর রহিম এর নিকট এ প্রার্থনাই করি । আমি ইলিয়াস আহমেদ (প্রচেষ্টা) নিবাস বিক্রমপুর । পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী । এইতো আমার পরিচয় । তথ্য প্রযুক্তি ভালবাসি ,দিনের বেশীর ভাগ সময় নেটেই কাটাই এখন আপনারা আমাকে গ্রহণ করলে কৃতার্থ হই।