Topic: “দ্রোহ” এর দ্বিতীয় সংখ্যার জন্য লেখা আহ্বান ।
"যুগে যুগে বিনাশী যে স্রোত বয়েছে এই মানচিত্রে-আমরা জেগেছি; আমরা জেগে আছি-এখনও দ্রোহে"
এই মূলমন্ত্রে উজ্জীবিত “দ্রোহ” এর প্রথম সংখ্যার সফল পরিণতি হয়েছিল পহেলা বৈশাখ । প্রথম সংখ্যার ধারাবাহিকতায় আবারো ১৫ই আগষ্ট দ্বিতীয় সংখ্যার প্রকাশকাল নির্ধারণ করে দ্বিতীয় সংখ্যার জন্য বিপ্লবধর্মী, জাগরণীমূলক, জনসচেতনতামূলক, সমসাময়িক বিশ্লেষণধর্মী, রাজনৈতিক বিশ্লেষণ কিংবা প্রতিরোধী, সময়ের বিরুদ্ধে, রাষ্ট্রের জং ধরা তন্ত্রের বিরুদ্ধে ইত্যাদি বিপ্লবী ধারার সর্বোপরি নাগরিক অধিকার সংশ্লিষ্ট আপনার শ্রেষ্ঠ লেখা এবং আপনার আঁকা ছবি ও তোলা বাংলাদেশ চিত্র গুলো নিম্নোক্ত বিভাগে আগামী ২০ই জুলাইয়ের মধ্যে [email protected] ঠিকানায় পাঠিয়ে দিন । {লেখা অবশ্যই ইউনিকোড ফন্ট/অভ্র সফটওয়ারের ফন্ট দ্বারা হতে হবে}
লেখা পাঠানোর বিভাগ:-
১.স্মৃতি সারণী>মুক্তিযুদ্ধ ও যুদ্ধকালীন অপরাধ বিষয়ক স্মৃতি-প্রবদ্ধ ও গল্প এবং মুক্তিযোদ্ধার বর্তমান জীবনধারা নিয়ে প্রামাণ্য দলিল-বিশ্লেষণ; ৭১পরবর্তী বর্তমান প্রেক্ষাপট-পরিণতি ও উত্তরণ
২.উপন্যাস
৩.গল্প
৪.কবিতা
৫.অনুবাদ
৬.ভাবনার ল্যাম্পপোস্ট>মুক্তগদ্য, প্রবন্ধ, সাহিত্য বিষয়ক আলোচনা ও সমালোচনা এবং সমকালীন রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক-পারিপার্শিক বাস্তব বিষয়ক ভাবনা, ক্যাম্পাস ভাবনা, নাগরিক অধিকার ও কর্তব্য বিষয়ক ভাবনা, ধর্ম ও দর্শন বিষয়ক ভাবনা, চলচ্চিত্র বিষয়ক বিশ্লেষণ ও বর্তমান প্রেক্ষাপট
৭.সুরের অক্ষর>গীতিকথা বা লিরিক
৮.হাতে আঁকা>পেইন্টিংস
৯.চোখের জানালা>ফটোগ্রাফ’স
আপনি আপনার শ্রেষ্ঠ লেখাটি পাঠান এবং আপনার বন্ধুদেরও বলুন ।
দ্রোহ এর প্রথম সংখ্যার লিংক>www.chittagongnews.org/droho/