Topic: রেকর্ড ভাঙছে আয়রনম্যান-২।
২০০৮ সালের ২ মে আয়রনম্যান মুক্তি পাওয়ার পর পরই পেয়েছে ব্যাপক সফলতা।এ পর্যন্ত বিশ্বব্যাপী মুভিটি আয় করেছে করেছে ৫৮৫ মিলিয়ন ডলার।আর মুভিটি নির্মাণে ব্যয় হয়েছিলো ১৪০ মিমিয়ন ডলার।মুভিটির ব্যপক সফলতার পর ২০১০ সালের ৭ মে মুক্তি পায় এর সিক্যুয়াল আয়রনম্যান-২।মুভিটি দেখে আয়রনম্যান ভক্তরাও যেমন হতাশ তেমনি আরও একটি সফলতার মুখ দেখতে চলেছেন মুভিটির প্রযোজনা সংস্থা মার্ভেল স্টুডিও।আর তাইতো বলা হচ্ছে বক্স অফিসে রেকর্ড গড়তে চলেছে আয়রনম্যান-২।
বিস্তারিত:-
আগের সব রেকর্ড ভাঙতে শুরু করেছে আয়রনম্যান সিরিজের দ্বিতীয় ছবিটি। আয়রনম্যান-২ নামের নতুন এ ছবিটি মাত্র কয়েক দিন আগে হলিউডের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, অল্প সময়ের ব্যবধানেই ছবিটি ১৩৭ মিলিয়ন ডলার আয় করেছে। ছবিটি মুক্তির প্রথম দিনই ৫২.৩ মিলিয়ন ডলার আয় করে, যা এ যাবত্ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের ইতিহাসে ৭ম বৃহত্তম প্রথম দিনের আয়ের ঘটনা। ছবিটির মোট আয়ের মধ্যে ১৩৩.৬ মিলিয়ন ডলার উপার্জন করেছে শুধু প্রথম সপ্তাহেই। আয়রনম্যান-২ ছবিটি সাপ্তাহিক উপার্জনের দিক থেকে আবার দুই ধাপ এগিয়ে ৫ম স্থানে এসে দাঁড়িয়েছে। যার পূর্বসূরিরা হলো দ্য ডার্ক নাইট, স্পাইডারম্যান, নিউ মুন, পিরেটস অব দ্য কেরিবিয়ান ও ড্যাড ম্যানস চেস্ট। কেউ ছবিটি পছন্দ করুক আর না-ই করুক এর সাফল্য যেন সবাইকে আনন্দিত করেছে। এখন পর্যন্ত বক্স অফিস হিট করা প্রথম ৫টি ছবির মধ্যে এটিই প্রথম কার্টুন বইয়ের চরিত্র। এতেই বোঝা যায়, শুধু কাঁড়ি কাঁড়ি অর্থ আয় করেই আয়রনম্যান ভালো ছবির খেতাব পায়নি। কারণ এ ছবিতে অন্যান্য ছবির মতো উত্থান-পতনের ঘটনা রয়েছে, যা ছবির চরিত্রগুলোকে পরস্ফুিটিত করেছে এবং সেই সঙ্গে করেছে একটি সফল সিরিজ মুভিতে রুপদান। জন ফেভব্রু’র পরিচালনায় আয়রনম্যান-২ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডউনি জুনিয়র, স্কারলেট্ জোয়ানসন, গায়েন্থ পালট্রো, ডন সেডেল, স্যামুয়েল এল জ্যাজসন, মাইকি রউরক প্রমুখ।
সূত্র:- এখানে
বি.দ্র. ১৭ মে পর্যন্ত বিশ্বব্যাপী আয়রনম্যান-২ মুভিটির আয় ২১১ মিলিয়ন ডলার (প্রায়)।
সূত্র:- এখানে
নেটে DVDrip পাওয়া গেলেই আমি দেখবো।