Topic: চীনের কামান এবার ইয়াহুর দিকে...!!!

গুগলের সঙ্গে চীনাদের বিবাদ এখনো চলছে। এর মধ্যে নতুন করে একই ধরনের ঝামেলা পাকাচ্ছে চীন সরকার। এবার লক্ষ্য ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চইঞ্জিন ইয়াহু। চীন ও তাইওয়ানে যেসব বিদেশি গণমাধ্যমকর্মী থাকেন তাঁদের ইয়াহু ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গতকাল বেইজিংয়ে বিদেশি সাংবাদিকদের একটি সংগঠন এ তথ্য জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।বেইজিংয়ে বিদেশি সাংবাদিকদের সংগঠন দ্য ফরেন করেসপনডেন্টস অব চায়না (এফসিসি) অন্তত আটটি ইয়াহু মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রমাণ দেখায়। এই ধরনের সাইবার আক্রমণের নিন্দা জানিয়েছে ইয়াহু! গত জানুয়ারিতে চীনে মানবাধিকারকর্মীদের জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। শুধু গুগলের সঙ্গেই নয়, এ ঘটনার জের ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির ইঙ্গিত আসে।
মার্চের শুরুতে গুগল তাদের সার্চ ইঞ্জিনের বিরাট তথ্যভান্ডার চীন থেকে হংকংয়ে সরিয়ে নেওয়া শুরু করে। গত সপ্তাহে চীনের বিভিন্ন জায়গায় গুগল ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ আনে গুগল।
এই সংঘাতের মধ্যে আরেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াগু!র সঙ্গে নতুন করে চীন কী ঝামেলা তৈরি করতে চাচ্ছে, সেটাই এখন দেখার অপেক্ষা। —বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান

সুত্র : এখানে

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: চীনের কামান এবার ইয়াহুর দিকে...!!!

"ইয়াগু!"  :lol:   :lol:   :lol:   :lol:



সংবাদ দিলে সাথে সূত্র ও উল্লেখ করলে ভাল হয়। খবরটি সম্ভবত amardeshonline থেকে নেয়া।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: চীনের কামান এবার ইয়াহুর দিকে...!!!

ভালো খবর  big grin

ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।


Re: চীনের কামান এবার ইয়াহুর দিকে...!!!

sabbir48 wrote:

ভালো খবর  big grin

এটা ভাল খবর হল কেমনে?  :rolleyes:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।