Topic: বিয়ে করছেন হাবিব-মোনালিসা
গুঞ্জনকে সত্যি প্রমাণ করতে বিয়ে করতে যাচ্ছেন দেশের শীর্ষ তরুণ সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং শীর্ষ মডেল মোনালিসা। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন চললেও অতি সম্প্রতি তারা বিষয়টি সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছেন। হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, শিগগিরই এ দু’জন তারকা বিয়ে করে সংসারি হতে চলেছেন। ফেরদৌস ওয়াহিদ এ প্রসঙ্গে বলেন, ‘হাবিব এবং মোনালিসার মধ্যকার সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা দুই পরিবার কথাবার্তা চালিয়ে যাচ্ছি। শিগগিরই এ বিয়ের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিয়ে দেব।’
উল্লেখ্য, এর আগে অসংখ্যবার মোনালিসার সাথে সম্পর্কের কথা জানতে চাইলে হাবিব বরাবরই সেটা অস্বীকার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি হাবিবের ফেসবুক অ্যাকাউন্টের ফটো অ্যালবামে এই দুই তারকার বেশ ঘনিষ্ঠ ছবি পাওয়া গেছে। ছবিটি শুধু ঘনিষ্ঠই নয়, একেবারে ঘরোয়া পরিবেশে তোলা। এ সম্পর্কে জানার জন্য হাবিবকে ফোন করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। হাবিবের মুখপাত্র বলে পরিচিত তার বাবা ফেরদৌস ওয়াহিদ এ সম্পর্কে বলেন, ‘ছবির ব্যাপারটি আমি জানি না। এখন তো নানা রকম ভুয়া ছবি ব্যবহার করে অনেককে ব্লাকমেইল করা হচ্ছে, ব্যাপারটি তেমনও হতে পারে।’ তবে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ছবিটি ভুয়া নয়।’ অন্য দিকে লাস্যময়ী মোনালিসার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি রহস্যময়তা ছড়িয়ে জানান, ‘আসলে প্রেম-বিয়ে যাকেই করি, শেষ পর্যন্ত তো আপনাদের সেটা অজানা থাকে না। আর আমি বিয়ে করলে অবশ্যই আপনাদের জানিয়েই করব। সুতরাং এখনি অস্খির না হয়ে নিশ্চিত থাকুন, আমার বিয়ের খবরটি আপনারা জানতে পারবেন।’ হাবিবের এমন বিয়ের খবরে গত দু’দিন মিডিয়া অঙ্গনে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই বলাবলি করছেন, বিয়েই যদি করবেন তাহলে তারা প্রেমের খবরটি এত দিন অস্বীকার করে আসছিলেন কেন। অনেকে বলেন, হাবিব এবং মোনালিসা দু’জনই আধুনিক যুগের মানুষ। তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে জানেন। কিন্তু এই প্রেম-বিয়ের ব্যাপারে স্বীকারোক্তি দেয়ার মতো উদারতা তাদের মধ্যে তৈরি হয়নি। এটা অত্যন্ত দু:খজনক। এই মতের বিপরীত মতও রয়েছে। তাদের মতে, শো-বিজ মিডিয়াতে এক-আধটু লুকোচুরি না থাকলে চলে না। এ জন্যই হাবিব মোনালিসার এত দিনের লুকোচুরি। তবে সবাই এই জুটির সাফল্যময় ও সুখী জীবন কামনা করেছেন।
সূত্র: এখানে