Topic: বাংলাদেশি ‘কিংকং’।
‘কিংকং’-হলিউডের একটি বিখ্যাত মুভি।বক্স অফিসেও হিট। আর তাই এই মুভিটির আদলেই বাংলাদেশেও তৈরি করা হয়েছে বাংলাদেশী ‘কিংকং’।ক্ষুদ্র পরিসরে পর্যালোচনা করে আমার কাছে এটি ব্যাপক হাসির মুভি বলে মনে হচ্ছে(যদিও পরিচালক ও অভিনয় শিল্পীদের কাছে এটি একটি অনন্য থ্রিলার)।দেখা যাক খোঁজ-দি সার্চ এর পরিচালক আমাদের কেমন সুপার-ডুপার-এস্পার-ওস্পার মুভি উপহার দেন। :hyper: :hyper:
বিস্তারিত:-
হলিউডের ব্যবসাসফল ছবি কিংকংয়ের আদলে এবার বাংলাদেশে তৈরি হলো চলচ্চিত্র। নাম বাংলার কিংকং। ছবির পরিচালক ইফতেখার জাহান বললেন, ‘পুরো ছবিতে কম্পিউটার-প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গরিলার পোশাক এনেছি যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া সেখান থেকে আনা বেশ কিছু সফটওয়্যারও ব্যবহার করেছি।’
তিনি জানিয়েছেন, হলিউডের কিংকং ছবির গল্পের আদলেই বাংলার কিংকং ছবিটি নির্মাণ করা হয়েছে। বনে এক অভিযাত্রী দলের নারীসদস্যকে গরিলা ধরে নিয়ে যায়। একসময় গরিলার হাত থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়। সঙ্গে বন্দী করে আনা হয় গরিলাটিকে। কিন্তু শহরে এই গরিলাকে আটকে রাখা কঠিন হয়ে পড়ে।
ছবির শুটিং হয়েছে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও রাঙামাটিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনমুন, ড্যানি সিডাক, শামীম ওসমান, আফজাল শরীফ, কাজী হায়াৎ প্রমুখ।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২৮ মে ছবিটি মুক্তি দেওয়া হবে।
পাঠকের মন্তব্য:-
আরও ১টা হাস্যকর Flim(?) তৈরী হচ্ছে । ছবির অভিনয় শিল্পীদের(?) Lineup দেখলেই বোঝা যায়, ছবিটা যে কেমন হবে।
যারা Flim(?) টা দেখবে, তারা হাসতে হাসতে মারা না গেলেই হলো !!!!!!!!!!!
এই লোকটা খোঁজ-দ্য সার্চ এর পরিচালক না? একে সিনেমা বানাতে দেয়া উচিত না। এর মতো জঘন্য পরিচালক দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ আছে।
সূত্র:- এখানে