Topic: দেড় শতাব্দী স্পর্শ করেছেন কুলাউড়ার বরদা রানী মল্লিক।

আমাদের দেশে মানুষের গড় আয়ু ৬০ বছরের মত।কিন্তু কিছু মানুষ বেঁচে থাকেন বছরের পর বছর,হয়ে থাকেন শতাব্দীর সাক্ষী।তেমনিই একজন কুলাউড়ার বরদা রানী মল্লিক যার বয়স এখন ১৫১ বছর।Jeanne Calment বেঁচে ছিলেন ১২২ বছর,যা এখন পর্যন্ত একটি রেকর্ড।কিন্তু আমাদের এই রানী মল্লিক যিনি সম্প্রতি ১৫১ বছরে পদার্পণ করলেন তার নাম কি বিশ্ববাসী জানতে পারবে না,তার নাম কি গিনেস বুক অব ওয়ার্ল্ডে উঠার যোগ্যতা রাখে না।বিস্তারিত:-

দেড় শতাব্দী স্পর্শ করা এক নারী এক সপ্তাহ আগে লাঠিতে ভর দিয়ে চষে বেড়িয়েছেন বাড়ির আঙিনা। পারিবারিক খোঁজ-খবর নিয়ে যিনি সময় পার করতেন, সেই দেড় শতাব্দী পেরুনো বরদা রানী মল্লিক এখন গুরুতর অসুস্থ। কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের টেকিগাঁওয়ে নিজ বসতঘরে অসহায় দিন পার করছেন তিনি। থেমে থেমে তরলজাতীয় খাবার খাচ্ছেন। দল বেঁধে ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ চার প্রজন্মের বিস্তৃত আত্মীয়স্বজন বাড়িতে ভিড় করছেন। খোঁজ নিচ্ছেন কেমন আছেন তিনি। তার নাতি অটোটেম্পো শ্রমিকনেতা বিধান মল্লিক এবং প্রবাসী প্রদীপ চন্দ্র মল্লিক বলেন, আজ থেকে পাঁচ বছর আগে ভারতে অবস্থানরত আমাদের দাদির বড় ভাই সুরেশ রাম হিসাব করে বলে গেছেন তার বোনের বয়স ১৪৫ বছর পার হচ্ছে। এছাড়াও দাদির সঙ্গে কথা বলে এবং পারিবারিক ও এলাকার বিভিন্ন সূত্র থেকে আমরা তার বয়স ১৫১ বছর হয়েছে বলে জেনেছি। আমরা দাবি করছি বরদা রানী মলিল্গক ১৫১ বছরে পা রেখেছেন। বর্তমানে তিনি অসুস্থ। তার চিকিত্সা চলছে। আমাদের ধারণা শুধু বাংলাদেশ নয়, তিনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী। তারা জানান, বরদা রানী তার স্বামী জামিনী মল্লিককে অনেক দিন আগে হারিয়েছেন। তাদের চার ছেলে ও তিন মেয়ে। এক মেয়ে ও দুই ছেলে এখনও জীবিত। তিনি তার চার প্রজন্ম দেখে যাচ্ছেন।

http://i.imagehost.org/0123/rani_mollik.jpg
সূত্র:- এখানে

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: দেড় শতাব্দী স্পর্শ করেছেন কুলাউড়ার বরদা রানী মল্লিক।

এত বিরাট খবর! Guinness book এ পরিচিত কেও থাকলে আলোচনা করতাম, আছে নাকি কারও পরিচিত?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।