Topic: সারপ্রাইজ
এক বন্ধু, তার বান্ধবীর জন্মদিনের উপহার হিসেবে দশ হাজার টাকার একটি চেক দেবে। অন্য বন্ধু দেখল, চেকের নিচে বন্ধুর কোন স্বাক্ষর নেই!
আবুলঃ কী ব্যাপার, দশ হাজার টাকার চেক দিচ্ছিস্, অথচ চেকের নিচে কোন স্বাক্ষর নেই কেন?
কাবুলঃ আরে, বুঝলি নাঃ ওকে সারপ্রাইজ দেব বলে স্বাক্ষর করিনি! স্বাক্ষর করলে তো আমাকে চিনেই ফেলবে! আমি এতই বোকা?
অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।