Topic: ডেল বাংলাদেশে অফিস খুলছে!
বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল বাংলাদেশে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে গতকাল স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেল’র জিএম তিয়ান বেং বলেন, ডেল বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী বলেই শিগগিরই ঢাকায় অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডেল বাংলাদেশে একটি অতি পরিচিত নাম এবং দেশের সেরা প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে অগ্রগণ্য। বাংলাদেশে এই কোম্পানিটি এর অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। ডেল’র অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের মধ্যে উল্লেখযোগ্য হলো কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, ফ্লোরা লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ডস, ইনফরমেশন সলিউশনস লিমিটেড, লিডস্ কর্পোরেশন এবং টেকভ্যালি নেটওয়ার্কস। বিজ্ঞপ্তি
সূত্র : এখানে
এর ফলে আশা করা যাই বাংলাদেশের ডেল কম্পিউটার গ্রাহকরা অনেক উপকৃত হবেন।