Topic: আপনার পেন ড্রাইভ টিকে টীকা দিয়েছেন কী?
ভাইরাস যেনো আজ মহামারির মতই আচরণ শুরু করেছে। ভাইরাস যুক্ত কোনও কম্পিউটার এ পেন ড্রাইভ লাগালেই শেষ॥ এ থেকে বাচতে আবিষ্কৃত হয়েছে টীকা অর্থাত্ Vaccine। হা আজকে আমি অবতারণা করছি পাণ্ডা ইউএসবি Vaccine এর । এটি ইন্সটল করে PEN ড্রাইভ টিকে টীকা দিয়ে রাখুন, তারপর ভাইরাস যুক্ত কম্পিউটার এ লাগলেও আর ইউএসবি তে ভাইরাস ধরবে না।
ডাউনলোড লিংক : এখানে
স্টেপ বায় স্টেপ :
1) প্রথমে ডাউনলোড করুন
2) ইন্সটল করুন
এই পর্দা তে আসলে সব টিক দিন
3) এরপর vaccinate করে নিন পিসি।
4) পেন ড্রাইভ লাগালে অটো Vaccinate হবে। যদি আগে থেকে ভাইরাস থাকে তাহলে ফর্ম্যাট করে মানুয়ালী Vaccinnate করে নিন।
এই বিষয়ে আরেকটি টপিক