Topic: নজরুল মঞ্ছের বট গাছ ও একটি আবেদন
লেখালেখির সুবাদে সম্প্রতি বাংলা একাডেমীতে শেষ হয়ে যাওয়া ‘ঢাকা লিটফেষ্ট’ এ নজরুল মঞ্চের সামনে বসে কবিদের কবিতা আবৃতি শুনছিলাম।বটের ছায়া ঘেরা এ স্থানটিতে আসলে এমনিতেই মন ভাল হয়ে যায়।কারন নজরুল মঞ্চের ছায়া ঘেরা বিখ্যাত বট গাছ,যে গাছ না থাকলে নজরুল মঞ্ছ পরিপুর্নতা পেতনা।হঠাত উপরের দিকে চোখ পড়লে আতকে উঠলাম।ভাল করে চেয়ে দেখলাম এ গাছটি বিরাট হুমকির মুখে।এর ছড়িয়ে থাকা ডাল গুলো এখনি যদি রক্ষা করার ব্যবস্থা না নেয়া হয় তা হলে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে।বিশেষ করে ঝড় বৃষ্টিতে যে কোন মুহুর্তে এর চার পাশের বিস্তৃত ডাল গুলো ভেঙ্গে পড়বে এতে কোন সন্দেহ নেই।বট গাছ এমনিতেই ভঙ্গুর প্রজাতির গাছ।তাই বাংলা একাডেমী সহ সরকারের প্রতি আহবান করছি আর দেরী না করে এখনি এ গাছটিকে রক্ষা করার ব্যবস্থা করা হোক।আমার ব্যক্তি গত একটি পরামর্শ হল;চার দিকে প্রসারিত ডালের স্থানে স্থানে ষ্টীলের বিম মাটিতে গেড়ে তার সাথে ডাল গুলো ভাল করে বেঁধে দেয়া হোক,যাতে করে ঝড় তুফানের সময় ডাল গুলো নড়াচড়া করলেও যেন ভেঙ্গে না পড়ে।অথবা বিশেষজ্ঞ থেকে পরামর্শ নিয়ে যে ভাবে ভাল হয় সে ভাবে এ গুরুত্ব পুর্ন গাছ টিকে রক্ষা করা হোক।না হয় পরে হাজারো আফসোস করলেও কোন কাজ হবেনা।আর এ কাজটি বই মেলা-২০১৭ শুরু হওয়ার আগেই শেষ করার অনুরোধ করছি।সাহিত্য প্রেমি সবাইকেও এ বিষয়ে সোচ্ছার হওয়ার অনুরোধ জানাচ্ছি।fb-blog সহ যে যেভাবে পারেন এ ব্যাপারে লেখা লেখি করুন।আর এই হবে জাতীয় কবির প্রতি মহা এক সন্মান প্রদর্শন।