Topic: পরিচিত হয়ে নিন বাংলাদেশ এর নতুন একটি ওয়েব সাইট এর সাথে ।

এইটি আমার প্রথম পোস্ট, আশা করি সবার ভালো লাগবে । আমি অনেক দিন ধরেই এই ফোরাম এর  একজন নিয়মিত পাঠক ।অনেক কিছুই শিখতে পেরেছি এই ব্লগ থেকে।আজ সকালে ভাবলাম একটি পোস্ট করবো।কি নিয়ে করবো ...। ভাবতে ভাবতে বাংলাদেশ এর একটি নতুন জনপ্রিয় ওয়েব সাইট আমাদের সাথে পরিচয় করিয়ে দিব বলে সিধান্ত নিলাম।
ওয়েব সাইটের নাম www.kroybikroy.com । বাংলাদেশ এর তৈরি এই ওয়েব সাইটে আপনি আপনার দৈনন্দিন প্রয়োজনীয়/অপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও ক্রয় করতে পারবেন।এই ওয়েব সাইটে যা করবেন তাই ফ্রী যেমন, আপনি ফ্রী নিবন্ধন করতে পারবেন , কোন কিছু বিক্রয় এর জন্য ফ্রী পোস্ট করতে পারবেন ইত্যাদি।
আপনার ব্যাবহারকিত পণ্য যেমন- মোটরসাইকেল, গাড়ি,  মোবাইল, কম্পিউটার , পশুপাখি , টিভি ইত্যাদি সব কিছু বিক্রয় করতে পারবেন খুবি সহজে আবার এই সকল পণ্য খুব সহজেই ক্রয় করতে পারবেন।
আমার এই ওয়েব সাইটটি এই জন্যই এতো পছন্দ যে আমি আমার নিজের ব্যাবহার করা মোবাইল(নোকিয়া এন৭০)অনেক দিন ধরেই ভাবছিলাম বিক্রয় করবো কিন্তু ভালো দাম বা মানুষ পাচ্ছিলাম না। ফেসবুকে এই ওয়েব সাইট এর বিজ্ঞাপন দেখে সাইটটি ভিজিট করলাম তারপারে ফ্রী নিবন্ধন করে আমার মোবাইল এর রিভিউ পোস্ট করলাম,তার পরের দিনে সকালে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো,যোগাযোগ করে আমার মোবাইলটি আমি ৪৯৫০ টকায় বিক্রয় করতে পারলাম। যেখানে আমার বন্ধুরা ও সবায় দাম বলেছিল ২৫০০ টকা!
অনেকেই ভাবতে পারেন আমি এই ওয়েব সাইটটির বিজ্ঞাপন করছি,কিন্তু সত্যি না।আমি নিজে এই ওয়েব সাইট থেকে লাভবান হয়েছি বলেই আপনারা যারা এই ওয়েব সাইট সম্পর্কে জানেন না তাদের কে পরিচয় করিয়ে দেওয়া আমার মুল উদ্দেশ্য।
ওয়েব সাইটটিতে এরিয়া নির্ধারণ করার সুবিধা রয়েছে যার ফলে আপনি দেখতে পারবেন আপনার এরিয়া থেকে কি কি পণ্য বিক্রয় হচ্ছে, সেখান থেকে যদি কোন পণ্য আপনার পছন্দ হয় তাহলে আপনি সহজেই পণ্যটি কিনতে পারবনে।তাছাড়া আপনি বাংলাদেশ এর যেকোনো স্থান থেকেও পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন।
ওয়েব সাইটটি ফেক না এবং ওয়েব সাইট এর কার্যক্রমও ফেক না “ আমি কথা দিলাম “ তায় কোন পণ্য বিক্রয় করতে বা কিনতে কোন প্রকার এর ভয় নেই।
ওয়েব সাইট টি ভিজিট করতে www.kroybikroy.com
আশা করি আপনারা একবার হলেও ওয়েব সাইটটি ভিজিট করে দেখবেন ।